গুইয়ান ফুটবল লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গুইয়ান ফুটবল লীগ থেকে পুনর্নির্দেশিত)
গুইয়ান ফুটবল লিগ
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)
সদর দপ্তরস্তাদ দে বাদুয়েল, ফরাসি গায়ানা
ফিফা অধিভুক্তিনেই
কনকাকাফ অধিভুক্তি১৯৮৩ (পর্যবেক্ষক)[১]
১৯৯৩ (সহযোগী সদস্য)[১]
২০১৩ (পূর্ণ সদস্য)[২]
সভাপতিফরাসি গায়ানা মার্সেল বাফাউ
ওয়েবসাইটguyane-foot.fff.fr

গুইয়ান ফুটবল লিগ (ফরাসি: Ligue de Football de la Guyane, ইংরেজি: Guyane Football League; এছাড়াও সংক্ষেপে জিএফএল নামে পরিচিত) হচ্ছে ফরাসি গায়ানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫১ বছর পর ২০১৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফরাসি গায়ানার স্তাদ দে বাদুয়েলে অবস্থিত।

এই সংস্থাটি ফরাসি গায়ানার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ফরাসি গায়ানা অনার বিভাগ এবং কুপ দে গুইয়ানের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গুইয়ান ফুটবল লিগের সভাপতির দায়িত্ব পালন করছেন মার্সেল বাফাউ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অঁতোয়ান নেলসন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ফরাসি গায়ানা-এ ফুটবল টেমপ্লেট:গুইয়ান ফুটবল লিগ