বিষয়বস্তুতে চলুন

মেক্সিকীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেক্সিকীয় ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত২৩ আগস্ট ১৯২২; ১০৩ বছর আগে (1922-08-23)[]
সদর দপ্তরতোলুকা, মেক্সিকো
ফিফা অধিভুক্তি১৯২৯[]
কনকাকাফ অধিভুক্তি১৯৬১[]
সভাপতিমেক্সিকো ইয়ন দে লুইসা
ওয়েবসাইটfmf.mx

মেক্সিকীয় ফুটবল ফেডারেশন স্পেনীয়: Federación Mexicana de Fútbol Asociación, A.C., ইংরেজি: Mexican Football Federation; এছাড়াও ফেমেক্সফুত, সংক্ষেপে এফএমএফ এবং এমএফএফ নামে পরিচিত) হচ্ছে মেক্সিকোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৩ সালের ২৩শে আগস্ট তারিখে প্রথম সভাপতি উম্বার্তো গারজা রামোসের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৯ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মেক্সিকোর তোলুকায় অবস্থিত। এই সংস্থার তিনটি অপারেশনাল সেন্টার রয়েছে: সেন্ট্রাল অফিস, হাই পারফরম্যান্স সেন্টার (স্পেনীয়: Centro de Alto Rendimiento, সিএআর) এবং প্রশিক্ষণ কেন্দ্র (স্পেনীয়: Centro de Capacitación, সিইসিএপি)।

এই সংস্থাটি মেক্সিকোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা এমএক্স, লিগা এমএক্স ফেমেনিল এবং কোপা এমএক্সের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মেক্সিকীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ন দে লুইসা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইনিগো রিয়েস্ত্রা।

কর্মকর্তা

[সম্পাদনা]
৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিইয়ন দে লুইসা
সহ-সভাপতি
সাধারণ সম্পাদকইনিগো রিয়েস্ত্রা
কোষাধ্যক্ষলুইস পালমা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকবিট্রিজ রামোস
প্রযুক্তিগত পরিচালকলুসিয়া মিয়ারেস
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)হেরার্দো মার্তিনো
জাতীয় দলের কোচ (নারী)ক্রিস্টোফার কুয়েলার
রেফারি সমন্বয়কারীআর্তুরো ব্রিজিও কার্টার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০
  2. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]