টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৯৬[১] |
সদর দপ্তর | প্রোভিডেন্সিয়ালেস, টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ |
ফিফা অধিভুক্তি | ১৯৯৮[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৯৬ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Turks and Caicos Islands Football Association; এছাড়াও সংক্ষেপে টিসিআইএফএ নামে পরিচিত) হচ্ছে টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের রাজধানী প্রোভিডেন্সিয়ালেসে অবস্থিত।
এই সংস্থাটি টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রোভো প্রিমিয়ার লীগ এবং টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সোনিয়া ফুলফোর্ড এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অলিভার স্মিথ।
কর্মকর্তা[সম্পাদনা]
- ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | সোনিয়া ফুলফোর্ড |
সহ-সভাপতি | এনা হানচেল |
পল স্ল্যাটারি | |
সাধারণ সম্পাদক | অলিভার স্মিথ |
কোষাধ্যক্ষ | রায়ান ব্লেইন |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | কান্ডিয়া এউইং |
প্রযুক্তিগত পরিচালক | অ্যান্ড্রু এডওয়ার্ডস |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ওমার এডওয়ার্ডস |
জাতীয় দলের কোচ (নারী) | ইয়ুনেলসি রদ্রিগেস |
রেফারি সমন্বয়কারী | প্যাট্রিস সিনিয়র |
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)
টেমপ্লেট:টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ-এ ফুটবল টেমপ্লেট:টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন