টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৯৬; ২৮ বছর আগে (1996)[১]
সদর দপ্তরপ্রোভিডেন্সিয়ালেস, টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তি১৯৯৮[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৯৬
সভাপতিটার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ সোনিয়া ফুলফোর্ড
সহ-সভাপতি
  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ এনা হানচেল
  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ পল স্ল্যাটারি
ওয়েবসাইটwww.tcifootballassociation.com

টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Turks and Caicos Islands Football Association; এছাড়াও সংক্ষেপে টিসিআইএফএ নামে পরিচিত) হচ্ছে টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের রাজধানী প্রোভিডেন্সিয়ালেসে অবস্থিত।

এই সংস্থাটি টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রোভো প্রিমিয়ার লীগ এবং টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সোনিয়া ফুলফোর্ড এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অলিভার স্মিথ।

কর্মকর্তা[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি সোনিয়া ফুলফোর্ড
সহ-সভাপতি এনা হানচেল
পল স্ল্যাটারি
সাধারণ সম্পাদক অলিভার স্মিথ
কোষাধ্যক্ষ রায়ান ব্লেইন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক কান্ডিয়া এউইং
প্রযুক্তিগত পরিচালক অ্যান্ড্রু এডওয়ার্ডস
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) ওমার এডওয়ার্ডস
জাতীয় দলের কোচ (নারী) ইয়ুনেলসি রদ্রিগেস
রেফারি সমন্বয়কারী প্যাট্রিস সিনিয়র

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ-এ ফুটবল টেমপ্লেট:টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন