সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১ অক্টোবর ১৯২০; ১০৩ বছর আগে (1920-10-01)[১]
সদর দপ্তরপ্যারামারিবো, সুরিনাম
ফিফা অধিভুক্তি১৯২৯[১]
কনকাকাফ অধিভুক্তি১৮ সেপ্টেম্বর ১৯৬১; ৬২ বছর আগে (1961-09-18)[২]
সভাপতিসুরিনাম জন কৃষ্ণদত
সহ-সভাপতিসুরিনাম দয়াশঙ্কর মাথুরা
ওয়েবসাইটsvb.sr

সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন (ওলন্দাজ উচ্চারণ: [syːriˈnaːmsə ˈvudbɑl ˌbɔnt], ওলন্দাজ: Surinaamse Voetbal Bond, ইংরেজি: Surinamese Football Association; এছাড়াও সংক্ষেপে এসএফএ নামে পরিচিত) হচ্ছে সুরিনামের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২০ সালের ১লা অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪১ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সুরিনামের রাজধানী প্যারামারিবোয় অবস্থিত।

এই সংস্থাটি সুরিনামের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এসভিবি টকক্লাসে, এসভিবি কাপ এবং সুরিনাম প্রেসিডেন্ট'স কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জন কৃষ্ণদত এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জোহান রোজেনব্লাড।

কর্মকর্তা[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি জন কৃষ্ণদত
সহ-সভাপতি দয়াশঙ্কর মাথুরা
সাধারণ সম্পাদক জোহান রোজেনব্লাড
কোষাধ্যক্ষ বিদজাইকুমার মাঙ্কু
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক হারোল্ড ফেল্টার
প্রযুক্তিগত পরিচালক বিশ্বজিৎ কালি
ফুটসাল সমন্বয়কারী বিদজাইকুমার মাঙ্কু
জাতীয় দলের কোচ (পুরুষ) ডিন গোরে
জাতীয় দলের কোচ (নারী) এডুয়ার্ড রেজোসেটোনো
রেফারি সমন্বয়কারী রবার্ট লেওনার্ড ওবের্গ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:সুরিনাম-এ ফুটবল টেমপ্লেট:সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন