মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন
কনকাকাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৮৭ ১৯৯২ (ইউএসভিআইএসএ হিসেবে)[১] |
সদর দপ্তর | সেন্ট ক্রোই, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ |
ফিফা অধিভুক্তি | ১৯৯৮[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৮৭ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন (ইংরেজি: U.S. Virgin Islands Soccer Federation; এছাড়াও সংক্ষেপে ইউএসভিআইএসএ নামে পরিচিত) হচ্ছে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রোইয়ে অবস্থিত।
এই সংস্থাটি মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ প্রিমিয়ার লীগ, সেন্ট ক্রোই ফুটবল লীগ এবং সেন্ট থমাস লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হিলারেন ফ্রেডেরিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লিশাতি বেইলি।
কর্মকর্তা[সম্পাদনা]
- ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | হিলারেন ফ্রেডেরিক |
সহ-সভাপতি | জোসেফ লাইমবার্নার |
সাধারণ সম্পাদক | লিশাতি বেইলি |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | জোয়েল ওয়াকার |
প্রযুক্তিগত পরিচালক | এউস্টেস বেইলি |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | গিলবের্তো দামিয়ানো |
জাতীয় দলের কোচ (নারী) | জোসেফ লাইমবার্নার |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ নভেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুলাই ২০১৯ তারিখে (ইংরেজি)
টেমপ্লেট:মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ-এ ফুটবল টেমপ্লেট:মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন