দ্য ডিভিশন বেল সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য ডিভিশন বেল সফর
পিংক ফ্লয়েড কর্তৃক সফর
স্থানআমেরিকা, ইউরোপ
অনুষঙ্গী অ্যালবামদ্য ডিভিশন বেল
শুরুর তারিখ৩০ মার্চ ১৯৯৪ (1994-03-30)
শেষের তারিখ২৯ অক্টোবর ১৯৯৪ (1994-10-29)
লেগ
প্রদর্শনের সংখ্যা১১২ (২টি বাতিলকৃত)
পিংক ফ্লয়েড কনসার্টের কালপঞ্জি

দ্য ডিভিশন বেল সফর ছিল ১৯৯৪ সালে ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের কর্তৃক তাদের দ্য ডিভিশন বেল অ্যালবামের সমর্থনে পরিবেশিত কনসার্ট সফর। সফর শুরুর দুইদিন পূর্বে এটি প্রকাশিত হয়েছিল। এটি পিংক ফ্লয়েডের চূড়ান্ত সফর হলেও, ব্যান্ডের সদস্যরা পরবর্তীতে একক সফরে প্রায়শই এর গানগুলি পরিবেশন করছেন। দ্য ডিভিশন বেল ছিল ১৯৯৪ সালের মার্চে প্রকাশিত পিংক ফ্লয়েডের চতুর্দশ স্টুডিও অ্যালবাম, যেটি প্রতিষ্ঠাতা সদস্য রজার ওয়াটার্সকে ছাড়াই রেকর্ড করা তাদের দ্বিতীয় অ্যালবাম।

১৯৯৫ সালে, এই সফরের স্মরণে ব্যান্ডটি পাল্‌স সরাসরি (লাইভ) অ্যালবাম প্রকাশ করে।

সফরকালীন ব্যান্ড সদস্য[সম্পাদনা]

পিংক ফ্লয়েড:

অতিরিক্ত সঙ্গীতশিল্পী:

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]