স্টোন কোল্ড স্টিভ অস্টিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টোন কোল্ড স্টিভ অস্টিন
২০১০ সালে অস্টিন
জন্ম
স্টিভেন জেমস অ্যান্ডারসন

(1964-12-18) ডিসেম্বর ১৮, ১৯৬৪ (বয়স ৫৯)
এডনা, টেক্সাস, যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস
পেশাপেশাদার কুস্তিগীর, অভিনেতা , উপস্থাপক, প্রযোজক
কর্মজীবন১৯৮৯-২০০৩ (কুস্তিগীর)
১৯৯৮–বর্তমান (অভিনেতা)
দাম্পত্য সঙ্গীক্যাথরিন বুর্সা (বি. ১৯৯০; বিচ্ছেদ. ১৯৯২)
জেনি ক্লার্ক (বি. ১৯৯২; বিচ্ছেদ. ১৯৯৯)
ডেব্রা মার্শাল (বি. ২০০০; বিচ্ছেদ. ২০০৩)
ক্রিস্টিন ফ্যারেস (বি. ২০০৯)
সন্তান3
রিংয়ে নামস্টিভ অস্টিন
দ্য রিংমাস্টার
কথিত উচ্চতা৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[১]
কথিত ওজন২৫২ পা (১১৪ কেজি)[১]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
ভিক্টোরিয়া, টেক্সাস[১]
প্রশিক্ষকক্রিস অ্যাডামস[২][৩]
অভিষেক১৯৮৯
অবসরমার্চ ৩১, ২০০৩
ওয়েবসাইটBrokenSkullRanch.com

স্টিভেন জেমস অ্যান্ডারসন (ইংরেজি) (Steven James Anderson) জন্ম ১৯৬৪ সালের ১৮ ডিসেম্বর। অবসরপ্রাপ্ত বিখ্যাত আমেরিকান কুস্তিগীর। তিনি তার রিং নেম স্টিভ অস্টিন নামে পরিচিত। কুস্তিতে তার নামের আগে স্টোন কোল্ড লিখা হতো।[৫]

১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ডাব্লিউসিডাব্লিউ তে রেসলিং করেন। ১৯৯৫ সালের শেষের দিকে তিনি ডাব্লিউডাব্লিউএফ বর্তমান ডাব্লিউডাব্লিউই এর সাথে রিংমাস্টার হিসেবে কন্ট্রাক্ট সাইন করেন।[৬]

অস্টিন কুস্তিতে মিড কার্ড এ রেসলিং করে একটি সফল ক্যারিয়ার অতিবাহিত করেন। ১৯৯৫ সালের শেষের দিকে ডাব্লিউডাব্লিউএফ এর সাথে কন্ট্রাক্ট সাইন করেন। এবং একজন অ্যান্টিহিরো হিসেবে বিপুল জনপ্রিয়তা পান। সেসময় তিনি এটিটিউড এরার পোস্টার বয় হন। [৫] অস্টিন পেশাদার কুস্তিতে সবাইকে what? চ্যান্ট এর সাথে পরিচয় করিয়েছেন। অস্টিন ১৯ টি চ্যাম্পিয়নশীপ জিতেছেন। তিনি ৬ বারের ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়ন ২ বারের ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ৪ বারের ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ। এবং ৫ম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন। এছাড়াও তিনি ১৯৯৬ কিং অফ দ্য রিং ১৯৯৭ রয়্যাল রাম্বল ১৯৯৮ রয়্যাল রাম্বল ২০০১ রয়্যাল রাম্বল বিজেতা।[২] ডাব্লিউডাব্লিউএফ ছাড়াও তিনি ডাব্লিউসিডাব্লিউ তে রেসলিং করেছেন। তিনি সেখানে ২ বারের ডাব্লিউসিডাব্লিউ মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন ২ বারের ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড টেলিভিশন চ্যাম্পিয়ন ১ বারের ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং ১ বারের এনডাব্লিউএ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। ২০০৯ সালে তিনি ভিন্স ম্যাকম্যান দ্বারা ডাব্লিউডাব্লিউই হল অব ফেম এ অন্তর্ভুক্ত হন। ২০১১ সালে তিনি ডাব্লিউডাব্লিউই এর শো টাফ এনাফ এর উপস্থাপনা করেন।[২][৫]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

অস্টিন টেক্সাসের অস্টিনে জন্মগ্রহণ করে। যখন তার এক বছর তখন তার বাবা মা'র ডিভোর্স হয়ে যায়। এবং সে তার মায়ের সাথে ভিক্টোরিয়া, টেক্সাসে স্থানান্তরিত হন। তখন অস্টিন তার সৎ বাবার নাম গ্রহণ করেন এবং তার নাম হয়ে যায় স্টিভেন জেমস উইলিয়ামস। অস্টিন তার শৈশবের বেশিরভাগ সময় টেক্সাসের এডনা তে কাটায়।[৭]

পেশাদার কুস্তি জীবন[সম্পাদনা]

শুরুর জীবন (১৯৮৯-১৯৯০)[সম্পাদনা]

যখন সে সিদ্ধান্ত নিলো পেশাদার কুস্তিগির হওয়ার সে ক্রিস অ্যাডামস এর রেসলিং অ্যাকাডেমি তে ভর্তি হয়। ক্রিস অ্যাডামস তখন WCCW তে রেসলিং করতেন। ১৯৮৯ সালে অস্টিনের টেলিভিশনে অভিষেক হয় ফ্রগম্যান লিব্লান্ক এর বিপক্ষে। এরপর তিনি USSW তে রেসলিং করেন। এবং ক্রিস অ্যাডামসের সাথে ফিউডে জড়ান। ১৯৯০ সালে অস্টিন USSW ছেড়ে যান। এবং এর পরের বছর WCW তে যোগ দেন। তখন সে তার নিকনেম স্টানিং ব্যবহার করে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ রেসলিং (১৯৯১-১৯৯৫)[সম্পাদনা]

দ্য ডেঞ্জারাস অ্যালায়েন্স (১৯৯১-১৯৯২)[সম্পাদনা]

অস্টিন ডাব্লিউসিডাব্লিউ তে অভিষেকের কিছু সপ্তাহ পরেই ববি এটন কে হারিয়ে ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড টেলিভিশন চ্যাম্পিয়নশীপ জিতেন। জুন ৩, ১৯৯১ সালে তিনি ডেঞ্জারাস অ্যালায়েন্স এ যোগ দেন। এপ্রিল ২৭, ১৯৯২ সালে একটি ২ আউট অফ ৩ ফলস ম্যাচে বেরি উইনডহামের কাছে অস্টিন তার চ্যাম্পিয়নশীপ টাইটেল টি হারায়। কিন্তু মে ২৩ তারিখে আবার তার টাইটেলটি পুনুরূদ্ধার করে। সেপ্টেম্বর ২ তারিখে তার টাইটেলটি রিকি স্টিমবোট এর কাছে হারান। সেসময় ডেঞ্জারাস অ্যালায়েন্স ভেঙ্গে যায়। অক্টোবর ২৫ তারিখে অস্টিন ড. ডেথ স্টিভ উইলিয়ামস এর সাথে টিমআপ করে ডাস্টিন রোডস এবং উইন্ডহাম কে হারিয়ে এনডাব্লিউএ ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ জিতে।[৮][৮]

দ্য হলিউড ব্লুন্ডস এবং দ্য স্টুড স্টেবল (১৯৯৩-১৯৯৫)[সম্পাদনা]

জানুয়ারি ৩, ১৯৯৩ সালে অস্টিন ব্রায়ান পিলম্যান এর সাথে টিমআপ করে গড়ে দ্য হলিউড ব্লুন্ডস। মার্চ ৩ তারিখে তারা রিকি স্টিমবোট এবং শেন ডগলাসকে হারিয়ে ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ টাইটেল জিতে। যেটি তারা পাচঁ মাস তাদের কাছে রাখে। জুন ২৩ তারিখে ক্ল্যাশ অফ চ্যাম্পিয়নস ২৩ এ তারা রিক ফ্লেয়ার এবং আর্ন অ্যান্ডারসন এর সাথে ২ আউট অফ ৩ ফলস ম্যাচে মুখোমুখি হয়। এবং তারা হেরে যায়। পিলম্যান যখন ইঞ্জুরিতে ছিল তখন অস্টিন কর্ণেল রবার্ট এর সাথে স্টুড এ যোগ দেয়। পিলম্যান ফিরে এলে অস্টিন তাকে ধোকা দেয়। এবং ক্ল্যাশ অফ চ্যাম্পিয়নস ২৫ এ একটি সিঙ্গেল ম্যাচে পিলম্যান কে হারায়। ডিসেম্বর ২৭ তারিখে স্টারকেড এ অস্টিন ডাস্টিন রোডস কে হারিয়ে ডাব্লিউসিডাব্লিউ ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ জিতে। অস্টিন তার টাইটেলটি রিকি স্টিমবোট এর কাছে ১৯৯৪ সালের আগস্ট ২৪ তারিখে হারায়। সেপ্টেম্বর ১৮ তারিখে ফল ব্রল এ অস্টিন একটি রিম্যাচ পায় কিন্তু স্টিমবোট ইঞ্জুরিতে থাকায় খেলতে পারে না। তাই অস্টিনকে টাইটেল পুরস্কার হিসেবে দেওয়া হয়। এর মাত্র এক মিনিটের মধ্যেই তিনি তার টাইটেলটি জিম ডুগান এর কাছে হারায়। এ ম্যাচে জিম তাকে মাত্র ৩৫ সেকেন্ডে হারিয়ে দেয়। এরপর অস্টিন তাকে কয়েকবার চ্যালেঞ্জ করলেও তার টাইটেল উদ্ধার করতে ব্যর্থ হয়।

১৯৯৫ সালে ডাব্লিউসিডাব্লিউ এর সহকারী প্রেসিডেন্ট এরিক বিশফ অস্টিনকে বের করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করে অস্টিন ব্যবসার জন্য উপযোগী না। তার অস্টিনের সাথে কাজ করতে কষ্ট হচ্ছে।[৯]

এক্সট্রিম চ্যাম্পিয়নশীপ রেসলিং (১৯৯৫)[সম্পাদনা]

অস্টিন পল হেইম্যান এর সাথে চুক্তি করে ইসিডাব্লিউ তে যোগ দেয়। যখন সে ইসিডাব্লিউ তে ছিল তখন সে তার ভবিষ্যৎ ব্যক্তিত্ব 'স্টোন কোল্ড' এর উন্নতি করে। ইসিডাব্লিউ তে থাকাকালীন অস্টিন তার মাইক স্কিল এর উন্নতি করে। এসময়ে সে তার ফিনিশিং মুভ হুইপরেক শিখে যা পরবর্তীতে স্টোন কোল্ড স্টানার নামে জনপ্রিয় হয়ে উঠে।অস্টিন সবসময় পল হেইম্যানকে কৃতিত্ব দেয় তাকে শেখানোর জন্য যে প্রমো কীভাবে দিতে হয়।[১০]

ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন/ এন্টারটেইনমেন্ট/ডাব্লিউডাব্লিউই (১৯৯৫-বর্তমান)[সম্পাদনা]

দ্য মিলিয়ন ডলার কর্পোরেশন (১৯৯৫-১৯৯৬)[সম্পাদনা]

১৯৯৫ সালের শেষের দিকে কেভিন ন্যাশ এবং জিম রোস এর সহায়তায় তিনি ডাব্লিউডাব্লিউএফ এর সাথে চুক্তিবদ্ধ হন। জানুয়ারি ৮, ১৯৯৬ সালে এর এপিসোডে মিলিয়ন ডলার কর্পোরেশন এর হয়ে অভিষেক ঘটে। এবং তার ম্যানেজার টেড ডিবিয়াস কর্তৃক মিলিয়ন ডলার চ্যাম্পিয়নশীপ পুরস্কার পান। জানুৃয়ারি ১৫ এ তার অভিষেক ম্যাচে সে ম্যাট হার্ডি কে হারায়। অস্টিন তখন রিংমাস্টার হিসেবে রেসলিং করা শুরু করে।

জানুৃয়ারি ২১ তারিখে সে তার প্রথম পে-পার-ভিউ অভিষেক ঘটায় রয়্যাল রাম্বল এর মাধ্যমে। স্ক্রিপ্ট অনুসারে তার খুব তাড়াতাড়ি পুশ পাওয়ার কথা ছিল। তাকে শেষ চারে রাখার কথা ছিল। কিন্তু ফাতুর বিপক্ষে বচ করার কারণে সে তাড়াতাড়ি রিং থেকে পড়ে যায় এবং এলিমিনেট হয়ে যায়। অস্টিন ভাবে তার রিংমাস্টার গিমিকটি অনেক দুর্বল এবং এটিকে বদলাতে হবে। অস্টিন তার মাথার চুল কামিয়ে ফেলে এবং ছাগল দাড়ি গজায়। মার্চ ১১ তারিখে সে রিংমাস্টার থেকে তার বিখ্যাত নিকনেম স্টোন কোল্ড রাখে। যেটি সে এক কাপ চায়ের থেকে অনুপ্রাণিত হয়েছিল। তার এই ব্যক্তিত্ব টি সিরিয়াল কিলার রিচার্ড কুকলিন্সকি থেকে অনুপ্রাণিত। মার্চ ৩১ তারিখে অস্টিন তার প্রথম রেসলম্যানিয়ায় খেলে। রেসলম্যানিয়া ১২ তে সাবিও ভেগা কে হারায়।

অস্টিন ৩:১৬ (১৯৯৬-১৯৯৭)[সম্পাদনা]

অস্টিন জ্যাক দ্য স্ন্যাক রবার্ট কে হারিয়ে ১৯৯৬ কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে।এরপর জ্যাক নিজেকে ক্রিশ্চিয়ানের পূর্ণজন্ম বলে দাবি করে। তখন অস্টিন রবার্ট কে নিয়ে তার বিখ্যাত প্রোমে কাটে।

You seat there and you thump your Bible, and you say your prayers, and it didn't get you anywhere! Talk about your Pslams, talk about John 3:16.... Austin 3:16 says I just whipped your ass!
১৯৯৬ সালে অস্টিন

অস্টিনের এই জয় তার ভাগ্য খুলে দেয় এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি করে দেয়। মূলত ট্রিপল এইচ কে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতানোর কথা ছিল। কিন্তু কুখ্যাত কার্টেন কল ঘটনার শাস্তি স্বরূপ তাকে সরিয়ে দেয়া হয়। অস্টিন ৩:১৬ শব্দটি কুস্তি জগতের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠে। এই স্লোগানের টি-শার্ট টি ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য হিসেবে বিবেচিত হয়। এটিকে এটিটিউড এরার অভিনব মূহুর্ত হিসেবে মনে করা হয়।

ব্রেট হার্টের সাথে ফিউড[সম্পাদনা]

সারভাইভার সিরিজে অস্টিন আর ব্রেট হার্ট ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য মুখোমুখি হয়। যেটিতে অস্টিন হেরে যায়। র ইস ওয়ার এর একটি এপিসোডে দেখা যায় অস্টিন ব্রিয়ান পিলম্যান এর ঘর ভেঙ্গে দেয় এবং তার হাতে একটি গুলি দেখা যায়। ১৯৯৭ রয়্যাল রাম্বল এ অস্টিন ব্রেট হার্ট দ্বারা এলিমিনেট হয়ে যায় কিন্তু অফিশিয়ালরা তা দেখে না। এই সুযোগে অস্টিন আবার রিংয়ে প্রবেশ করে ব্রেট হার্ট কে এলিমিনেট করে রয়্যাল রাম্বল বিজেতা হয়ে যায়। ইন ইয়র হাউস ১৪: ফাইনাল ফোর ব্রেট হার্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ জিতে। কিন্তু এরপরের রাতেই সাইকো সিডের কাছে হেরে যায় অস্টিনের কারণে। রেসলম্যানিয়া ১৩ তে ব্রেট হার্ট অস্টিনকে হারায়। যেখানে গেস্ট রেফারী ছিলো কেন শামরক। এই ম্যাচের মাধ্যমে অস্টিন ফেস (হিরো) আর হার্ট হিল (ভিলেন) হয়ে যায়। কিন্তু অস্টিন হিরো না হয়ে অ্যান্টিহিরো গিমিক ধারণ করেন। ইন ইউর হাউজ ১৪:রিভেঞ্জ অফ টেকার এর মেইন ইভেন্টে অস্টিন হার্টকে ডিসকোয়ালিফাই এর মাধ্যমে হারায়। এবং হেভিওয়েট চ্যাম্পিয়নশীপের জন্য নাম্বার ওয়ান কন্টেনডার হয়। এপ্রিল ২১ র ইস ওয়ার এর এপিসোডে অস্টিন আর হার্ট আবার মুখোমুখি হয় একটি স্ট্রিট ফাইট ম্যাচে। এই ম্যাচটি নো কনটেন্সট রুলে হলেও এই ম্যাচে হার্ট কে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয়। ইন ইউর হাউজ ১৫: এ কোল্ড ডে ইন হেল এ আন্ডারটেকার অস্টিনকে হারায়। ব্রিয়ান পিলম্যানের মাঝখানে হস্তক্ষেপের কারণে।

মে ২৬ ১৯৯৭ এ অস্টিন এবং শন মাইকেলস ওয়েন হার্ট এবং ব্রিটিশ বুলডগকে হারিয়ে ডাব্লিউডাব্লিউএফ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়। কিন্তু মাইকেলস ইঞ্জুরি হয়ে গেলে তাকে টাইটেল ভ্যাকেট করতে হয়। পরে ডুড লাভ এর সহায়তায় সে আবার টাইটেলটি অর্জন করে। সামারস্ল্যাম এ অস্টিন এবং ওয়েন হার্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ এর জন্য মুখোমুখি হয়। ম্যাচটি ছিল কিস মাই এস ম্যাচ ম্যাচ। এই ম্যাচে ওয়েন হার্ট একটি পাইলড্রাইভার বচ করে যার ফলে অস্টিন তার ঘাড়ে মারাত্মক ব্যাথা পায় এবং সাময়িক ভাবে প্যারালাইজড হয়ে যায়। কিন্তু ওই ম্যাচটি অস্টিন রোল আপের মাধ্যমে জিতে যায় এবং চ্যাম্পিয়নশীপ অর্জন করে। ম্যাচ শেষে অনেকগুলো রেফারীর সহায়তায় অস্টিন চলে যায়। ইঞ্জুরির ফলে তাকে অস্টিনকে ট্যাগ টিম এবং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ বেল্ট ফেরত দিতে হয়। সেপ্টেম্বর ২২ ১৯৯৭ সালে "র ইস ওয়ার" এ অস্টিন ফিরে আসে এবং ওয়েন হার্টকে অপমান করে। তখন ভিন্স ম্যাকম্যান রিংয়ে আসে এবং অস্টিনকে বলে সে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না। এরপর অস্টিন ভিন্সকে আক্রমণ করে এবং তাকে একটি "স্টোন কোল্ড স্টানার" দিয়ে অবাক করে দেয়। এরপর অস্টিনকে গ্রেফতার করা হয়।(ক্যায়ফেব) সার্ভাইভার সিরিজে এ অস্টিন তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ বেল্ট হার্ট এর কাছ থেকে পুনুরূদ্ধার করে। নভেম্বর ১৭ র ইস ওয়ার এর এপিসোডে দ্য রক তার চ্যাম্পিয়নশীপ বেল্টটি চুরি করে। এবং বলে সে হলো সর্বকালের সেরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। ডি-জেনারেশন-এক্স:ইন ইউর হাউস এ অস্টিন রক কে হারিয়ে বেল্ট ফিরিয়ে আনে। এরপরের "র ইস ওয়ার" এ ম্যাকমোহান তাকে নির্দেশ দেয় রক এর সাথে টাইটেল ডিফেন্স করার। কিন্তু অস্টিন টাইটেলটি নিউ হ্যাম্পারসায়ার এর নদীতে ভাসিয়ে দেয়।

ভিন্স ম্যাকম্যানের সাথে ফিউড (১৯৯৭-১৯৯৯)[সম্পাদনা]

১৯৯৭ সালে ব্রেট হার্ট ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে চলে গেলে রক এবং অস্টিন কোম্পানির টপ স্টার হয়ে যায়। রককে সর্বশেষ এলিমিনেট করে অস্টিন ১৯৯৮ রয়্যাল রাম্বল জিতে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; wwebio নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. Stone Cold Steve Austin. The Stone Cold Truth (p.55)
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; slam নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. https://moneyinc.com/20-richest-pro-wrestlers-world/
  5. Stephen Kelly, Adam (ডিসেম্বর ১, ২০১৪)। "'Stone Cold' Says So: Steve Austin on Vince McMahon, the WWE and Hulk Hogan"Rolling Stone। জুন ২১, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২০, ২০১৬ 
  6. Steve Austin. The Stone Cold Truth (pp. 10, 12–13),
  7. Austin, Steve। "Bio – Steve Austin Broken Skull Ranch"Steve Austin Broken Skull Ranch। ফেব্রুয়ারি ১৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৯, ২০১৪ 
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; truth91 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. Stone Cold Steve Austin. The Stone Cold Truth (p.120)
  10. Johnson, Mike (জুন ১, ২০১৫)। "Did WWE just start the build to Lesnar vs. Austin at Mania 32? Selling, Punk, the end of his WWE ECW creative run and more: Complete Stone Cold Podcast with Paul Heyman coverage"PWInsider। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]