গোল্ডাস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাস্টিন রোডস
২০১৯ সালে ডাস্টিন রোডস
জন্ম নামডাস্টিন প্যাট্রিক রানেলস
জন্ম (1969-04-11) এপ্রিল ১১, ১৯৬৯ (বয়স ৫৪)
অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানঅরলেন্ডো,ফ্লোরিডা,মার্কিন যুক্তরাষ্ট্র
পরিবারডাস্টি রোডস(পিতা)
কোডি রোডস(ভাই)
ওয়েবসাইটhttp://www.goldust.com
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামব্ল্যাক রেইন
ডাস্টেন রোডস
ডাস্টি রোডস জুনিয়র
গোল্ড ডাস্টিন
গোল্ডাস্ট
সেভেন
কথিত উচ্চতা৬ ফুট ০৬ ইঞ্চি (১.৯৮ মিটার)
কথিত ওজন২৩২ পা (১০৫ কেজি)
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
হলিউড, ক্যালিফোর্নিয়া
প্রশিক্ষকডাস্টি রোডস
অভিষেক১৩ সেপ্টেম্বর ১৯৮৮

ডাস্টিন প্যাট্রিক রানেলস(ইংরেজি:Dustin Patrick Runnels) একজন আমেরিকান পেশাদার কুস্তীগির। যে তার রিংনাম ডাস্টিন রোডস নামে অল এলিট রেসলিং এর হয়ে কুস্তি লড়েন। সে পূর্বে ডাব্লিউডাব্লিউএফ এও কুস্তি লড়তেন। তার পিতা হল অফ ফেমার ডাস্টি রোডস।[১]

রানেলস তার প্রথম ম্যাচ খেলে ডাব্লিউডাব্লিউএফ এ (বর্তমানে ডাব্লিউডাব্লিউই) পল ডায়মন্ড এর বিপক্ষে এমএসজি সো ২১ এ সেপ্টেম্বর ১৯৯০ এ।[২]
এছাড়াও তিনি অন্যান্য কুস্তি ব্র‍্যান্ড ডাব্লিউসিডাব্লিউ,টিএনএ তে কুস্তি লড়েছেন ডাস্টিন রোডস নামে। তাছাড়াও রানেলস ব্লাক রিং এবং সেভেন নামেও কিছুকাল কুস্তি লড়েছেন।
ডাব্লিউডাব্লিউএফ/ই এবং ডাব্লিউসিডাব্লিউ মিলিয়ে রানেলস ২০বার চ্যাম্পিয়নসিপ জিতেছেন।

পেশাদারি কুস্তি জীবন[সম্পাদনা]

চ্যাম্পিয়নশিপ রেসলিং ফ্লোরিডা থেকে(১৯৮৮-৮৯)[সম্পাদনা]

এখানে তার রেসলিং ডেবিউ হয় ১৩ সেপ্টেম্বর ১৯৮৮ সালে এবং সেই ম্যাচ এ তিনি বব কুক কে হারায়। ২৩ এ মে ১৯৮৯ সালে তিনি এখানে ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ জিতে এবং একমাস নিজের কাছে রেখেছিলেন।

অল জাপান প্রো রেসলিং এবং ইউনাইটেড স্ট্যাটেস রেসলিং এসোসিয়েশন(১৯৮৯-৯০)[সম্পাদনা]

তিনি এজিপিএ তে রেসলিং টুর এ গিয়েছিলেন এবং ১৯৯০ এ বার্ষিক চ্যাম্পিয়ন কারণিবাল এ দশম দিন এবং বিশতম দিন,তিনি সেখানে কুস্তি লড়েছিলেন।
রানেলস ইউএসআরডাব্লিউ তে যোগ দেন ১৯৮৯ সালে যোগ দেন।কিন্তু সেখানে তার। সাফল্য না আসলে সে সেখান থেকে ১৯৯০ সালে চলে আসেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]