বোয়েতা ডিপেনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোয়েতা ডিপেনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেনড্রিক হিউম্যান ডিপেনার
জন্ম (1977-06-14) ১৪ জুন ১৯৭৭ (বয়স ৪৬)
কিম্বার্লি, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৭৩)
২৯ অক্টোবর - ১ নভেম্বর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে
শেষ টেস্ট২৬ - ২৮ জানুয়ারি ২০০৭ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৬)
২৬ সেপ্টেম্বর ১৯৯৯ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৫-২০০৪ফ্রি স্টেট
২০০৪-২০১২নাইটস/ঈগলস
২০০৮-২০০৯লিচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ৩৮ ১০৭
রানের সংখ্যা ১৭১৮ ৩৪২১
ব্যাটিং গড় ৩০.১৪ ৪২.২৩
১০০/৫০ ৩/৭ ৪/২৬
সর্বোচ্চ রান ১৭৭* ১২৫*
বল করেছে ১২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ২৭/- ৩৬/-
উৎস: ক্রিকইনফো, ৪ ডিসেম্বর ২০১৬

হেনড্রিক হিউম্যান ডিপেনার (ইংরেজি: Boeta Dippenaar; জন্ম: ১৪ জুন, ১৯৭৭) কেপ প্রদেশের কিম্বার্লিতে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। সচরাচর তিনি বোয়েতা ডিপেনার নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে টেস্টএকদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন। এছাড়াও, এসিএ আফ্রিকান একাদশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলেও খেলেছেন তিনি। প্রধানত বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলে ভূমিকা ছিল তার। টেস্ট ক্রিকেটে শুরু থেকে সপ্তম স্থান পর্যন্ত বিভিন্ন অবস্থানে ব্যাটিংয়ে নেমেছেন।[১] এছাড়াও, দলের প্রয়োজনে মাঝেমাঝে ডানহাতে অফ ব্রেক বোলিং করেছেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

সেপ্টেম্বর, ১৯৯৯ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। কেনিয়ায় অনুষ্ঠিত এলজি কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী খেলোয়াড়রূপে মাঠে নামেন ডিপেনার। অক্টোবরে জিম্বাবুয়ে দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অংশ নিয়ে চার ইনিংসে মাত্র ৫৬ রান সংগ্রহ করেছিলেন তিনি।

অবসর[সম্পাদনা]

জানুয়ারি, ২০০৮ সালে ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়ে মাত্র ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে একদিনের আন্তর্জাতিকে তিনি ৪২.২৩ গড়ে রান সংগ্রহ করেছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]