এরঃক সিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এরঃক সিম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার সাঁওতাল সম্প্রদায়ের কৃষিভিত্তিক উৎসব।

পালনরীতি[সম্পাদনা]

এরঃক সিম সাঁওতাল সম্প্রদায়ের বছরের প্রথম উৎসব। এই উৎসবের মাধ্যমে কৃষিজমিতে বীজ রোপণ করা হয়ে থাকে। প্রতি ঘরে মুরগী বলি দিয়ে সম্ভাব্য ভালো চাষের প্রার্থনা করে[n ২] পূজা করা হয়। পূজার শেষে মুরগিগুলি দিয়ে খিচুড়ি রান্না করে গ্রামের সকল পুরুষেরা আহার করেন। পরের দুই দিন আবগে বঙ্গা ও মারাং বুরু প্রভৃতি উপাস্য দেবতার উদ্দেশ্যে পূজা করা হয়ে থাকে।[১]:২৫৩

পাদটীকা[সম্পাদনা]

  1. নে তবে এরঃক সিম ঞতুমতে এমাম্‌ চালাম কানা, মিৎ ঠেনলে এরা, গেল বার ঠেন কানাইয়া মানাইয়াঃ মা জারগে দাঃ জুন্ডি দাঃক হোএ আগু, চাপে আগুই মার নিয়া আতোরেমানহরে দুকাঃক পাপাঃক রগ বিঘিনাঃ[১]:২৫৩
  2. অনুবাদ:-
    এই যে বীজ বোনবার নামে দিচ্ছি, এক জায়গায় বুনলে যেন দশ জায়গায় হয়। জল যেন খুব হয়, বৃষ্টির জলে ভরিয়ে যেন নিয়ে যায় গ্রামের মধ্যে দুঃখের পাপের অসুখ বিসুখ[n ১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তরুণদেব ভট্টাচার্য, পুরুলিয়া,ফার্মা কে এল প্রাইভেট লিমিটেড, ২৫৭-বি, বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রিট, কলকাতা-১২, ২০০৯