শার্ট
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০২৩) |
শার্ট (ইং: Shirt) ঊর্ধ্বাঙ্গের পরনের একটি পোশাক। প্রকৃতপক্ষে শার্ট ছিল কেবলমাত্র পুরুষদের পরিধেয় একটি অন্তর্পোশাক। পরে আমেরিকান ইংরেজিতে সকল প্রকার ঊর্ধ্বাঙ্গের পরিধেয় শার্ট নামে অভিহিত হতে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন] এমনকি সোয়েটার, কোট বা ব্রাসিয়ারের মতো পোশাকও শার্ট হিসেবে আখ্যা পায়।[তথ্যসূত্র প্রয়োজন] মহিলাদের পোশাকটি টপ নামে অভিহিত হয়। ব্রিটিশ ইংরেজিতে শার্ট বলতে বিশেষত কলার, কাফযুক্ত স্লিভ ও বোতাম দ্বারা লম্বভাবে খোলার যোগ্য এক পোশাককে চিহ্নিত করা হয়। এই পোশাকটি আমেরিকান ইংরেজিতে বটন শার্ট বা ড্রেস শার্ট নামে পরিচিত।
গ্যালারি
[সম্পাদনা]-
বাংলাদেশের তৈরী আমেরিকার এক নম্বর ড্রেস শার্ট কম্পানী পি ভি এইচের "ARROW" ব্রান্ডের ড্রেস শার্ট
-
বাংলাদেশের গার্মেন্টসে ড্রেস শার্ট তৈরী।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে শার্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।