স্কুল ইউনিফর্ম
অবয়ব
স্কুল ইউনিফর্ম বা বিদ্যালয়ের পোশাক হলো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত একপ্রকার পোষাক, যা উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্তৃক পরিধান করা হয়। [১] এটি বিভিন্ন দেশে সাধারণত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত আছে। ইউনিফর্মের একটি উদাহরণ হল বোতামডাউন শার্ট: ছেলেদের জন্য প্যান্ট ও ব্লাউজ এবং মেয়েদের জন্য স্কার্ট। তবে উভয়কেই ব্লেজার পরতে হয়। স্কুল ইউনিফর্ম কখনো কলারযুক্ত শার্টের মত সহজ হতে পারে বা রঙের পছন্দ সীমাবদ্ধ করে এবং সীমাবদ্ধ আইটেম ছাত্রদের পরার অনুমতি দেওয়া হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Brunsma, David L. (২০০৪)। The school uniform movement and what it tells us about American education : a symbolic crusade। ScarecrowEducation। আইএসবিএন 1-57886-125-X। ওসিএলসি 53951257।