বিহারি জাতি
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
---|---|
India | প্রায় ৮ কোটি ২০ লক্ষ[১] |
Pakistan | ৮,০০০,০০০ মুহাজির[২] |
Bangladesh | ৯০১,০০০[৩] |
Mauritius | ইন্দো-মরিশিয়ানদের সংখ্যাগুরু অংশ[৪] |
ভাষা | |
বিহারি (অঙ্গিকা, ভোজপুরি, মাগধী and মৈথিলি); হিন্দি; উর্দু | |
ধর্ম | |
প্রধানত হিন্দুধর্ম ও ইসলাম শিখধর্ম, খ্রিষ্টধর্ম, বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও বাহাই ধর্মাবলম্বী একটি সংখ্যালঘু অংশ। |
বিহারি (বিহারি: बिहारी, بِہاری) ভারতের বিহার রাজ্যের একটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ইতিহাস তিন হাজার বছরের প্রাচীন। বিহারিরা মাগধী, মৈথিলি, অঙ্গিকা, ভোজপুরি ইত্যাদি বিহারি ভাষা ও তার নানা উপভাষায় কথা বলেন। এছাড়া এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দি ও উর্দু ভাষাও যথেষ্ট প্রচলিত। এরা মূলত ইন্দো-আর্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
বিহারের বাইরে সমগ্র উত্তর ভারত এবং মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও বিহারিদের দেখা যায়। প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশেও এদের উপস্থিতি লক্ষ্যণীয়। ঊনবিংশ শতাব্দীতে অনেক বিহারি গায়ানা, সুরিনাম, ত্রিনিদাদ ও টোব্যাগো, ফিজি, মরিশাস ও নাটাল-দক্ষিণ আফ্রিকায় আখ ও রবার শিল্পের মজুর হয়ে চলে যায়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর অনেক মুসলমান বিহারি পূর্ব বাংলায় (পরে পূর্ব পাকিস্তান ও বর্তমানে বাংলাদেশ) পাড়ি দেন।[৫][৬] এছাড়াও পাকিস্তানের (পূর্বতন পশ্চিম পাকিস্তান) মুজাহির বা শরণার্থী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বিহারি।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Destination Bihar the land of Buddha
- ↑ "The Muhajirs of Pakistan"। One World South Asia। ২০১০-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮।
- ↑ "Joshua Project - Bihari Muslim of Bangladesh Ethnic People Profile"। ১১ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৯।
- ↑ "www.thaindian.com"। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৯।
- ↑ "Bangladesh: Stateless Biharis Grasp for a Resolution and Their Rights"। Refugees International। ২০০৭-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬।
- ↑ "Stateless in Bangladesh and Pakistan"। Stateless People in Bangladesh Inc.। ২০০৭-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬।
- ↑ "Pakistan under attack!"। The Tribune। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬।