পাশাই ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পাশাই ভাষাসমূহ থেকে পুনর্নির্দেশিত)
পাশাই
দেশোদ্ভবআফগানিস্তান
জাতিপাশাই জাতি
মাতৃভাষী
৪,০০,০০০ (২০০০-২০১১)[১]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
aee – উত্তরপূর্ব
glh – উত্তরপশ্চিম
psi – দক্ষিণপূর্ব
psh – দক্ষিণপশ্চিম
গ্লোটোলগpash1270[২]
লিঙ্গুয়াস্ফেরা59-AAA-a
আফগানিস্তানের ভাষা মানচিত্র। সবুজ রঙ পশাই ভাষা দেখায়

পাশাই উত্তরপূর্ব আফগানিস্তানের কপিসা, লাঘমান, নুরিস্তান, কুনার, এবং নঙ্গারহার প্রদেশগুলির বিভিন্ন অংশে বাসবাসকারী পাশাই জাতির দ্বারা ব্যবহৃত একটি ভাষা। এটি ইন্দো-আর্য ভাষাগোষ্ঠির দার্দীয় ভাষাসমূহের অন্তর্গত একটি ভাষা।[৩] এই ভাষার বেশিরভাগ বক্তাই দ্বিভাষিক এবং এই ভাষার সাথে পশতু ভাষাও ব্যবহার করে থাকেন। এই ভাষাভাষিদের মধ্যে স্বাক্ষরতার হার ২৫%।

নামকরণ[সম্পাদনা]

উনবিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞানি জর্জ আব্রাহাম গ্রিয়ার্সনের মতে "পাশাই" শব্দটি "পৈশাচী" শব্দের অপভ্রংশ।[৪] তবে হেনরি ওয়াল্টার বেলিউয়ের মতে শব্দটি "পাদশাহী" শব্দের গুণবাচক বহুবচনীয় রূপ।[৫]

উপভাষা বা প্রকার[সম্পাদনা]

এই ভাষার চারটি উপভাষা আছে যার মধ্যে আভিধানিক মিল হলো ৩০%:[১]
উত্তরপূর্ব: আরেট, চালাস বা চিলাস, কান্ডাক, কোরাঙ্গাল, কুর্দার উপভাষা
উত্তরপশ্চিম: আলাসাই, বোলাঘাইন, গুলবাহার, কোহনাদেহ, লৌরোবান, নাজিল, নাঙ্গারাচ, পাচাগান, পান্ডাউ, পারাজঘান, পাশাগার, সাঞ্জান, শামাকোট, শুতুল, উজবিন, বাডাউ উপভাষা
দক্ষিণপূর্ব: দামেঞ্চ, লাঘমানি, সুম, এবংগ উচ্চ এবং নিম্ন দরাই নূর উপভাষা
দক্ষিণপশ্চিম: ইশপি, ইসকেন, তাগাউ উপভাষা

লিখন পদ্ধতি[সম্পাদনা]

২০০৩-এর আগে অবধি এই ভাষার কোন লিখিত রূপ ছিল না।[৬] তবে ২০০৩ সালে এই ভাষাকে লেখার জন্য আরবি লিপি ভিত্তিক একটি বর্ণমালা তৈরি করা হয়: [৭]

آ ا ء أ ؤ ئ ب پ ت ث ج
چ ح خ د ذ ر ز ژ س ش ص
ض ط ظ ع غ ف ق ک ك گ ل
م ن و ه ۃ ھ ى ي

শব্দভান্ডার[সম্পাদনা]

নিচে কিছু পাশাই শব্দের উদাহরণ দেওয়া হলো:[৮]

পাশাই (নাস্তালিক) পাশাই (বাংলা) বাংলা অর্থ
پنجیی পনজয় পুরুষ
ضعیف জাইফ মহিলা/স্ত্রী
تاتیی তাতয় বাবা
آی আই মা
لایا লায়া ভাই
سایا সায়া বোন
غوڈا / گهوڈا ঘোড্ডা ঘোড়া
گا গা গরু
ماچھ মাচহ মাছ
بکٹا বকুট্টা বড়ো
چونٹا চোটা ছোট
دار দার কাঠ
انگار অঙ্গার আগুন
چال চাল চুল
انچ অঞ্চ চোখ
ناسٹ নাস্ত নাক
کوچ কুচ পেট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এথ্‌নোলগে উত্তরপূর্ব (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে উত্তরপশ্চিম (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে দক্ষিণপূর্ব (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে দক্ষিণপশ্চিম (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Pashayi"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  3. মাসিকা, কলিন পি. (১৯৯১)। দ্য ইন্ডো-আরিয়ান ল্যাঙ্গুয়েজেস (ইংরেজি ভাষায়)। কেম্ব্রিজ: কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ৪৪০। 
  4. গ্রিয়ার্সন, জর্জ আব্রাহাম। "লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া" (ইংরেজি ভাষায়)। (২)। কোলকাতা: সুপারিন্টেন্ডেন্ট অফ গভার্নমেন্ট প্রিন্টিং। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮The word Pashai is probably a corruption of the word Pisacha 
  5. বেলিউ, হেনরি ওয়াল্টার (১৮৯১)। অ্যান ইনকোয়ারি ইনটু দি এথনোগ্রাফি অফ আফগানিস্তান (ইংরেজি ভাষায়)। ওকিঙ, লন্ডন: দি ওরিয়েন্টাল ইউনিভার্সিটি ইনস্টিটিউট। পৃষ্ঠা ১৪৩। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮ 
  6. ইউন, জু-হুঙ (২০০৩)। "পাশাই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রোজেক্ট: প্রোমোটিঙ পাশাই ল্যাঙ্গুয়েজ, লিটারেসি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮ 
  7. কম্পিউটার লোকেল রিকোয়ারমেন্টস ফর আফগানিস্তান (ইংরেজি)
  8. র‍্যাভার্টি, ক্যপ্টেন এইচ. জি (১৮৬৪)। "অন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সি-আ-পোশ, উইথ আ শর্ট লিস্ট অফ ওয়ার্ডস"জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল (ইংরেজি ভাষায়)। ৩৩: ২৬৭–২৭৮। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮