তৃতীয় পর্যায়ের মৌল
অবয়ব
(পর্যায় ৩ থেকে পুনর্নির্দেশিত)
তৃতীয় পর্যায়ের মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বুঝানো হয় যেগুলো পর্যায় সারণির তৃতীয় সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণিতে মৌলগুলো একাধিক সারিতে বিন্যস করা হয়েছে। প্রতিটি সারিতে মৌল সমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্টগুলো ক্রমন্বয়ে পরিবর্তীত হতে থাকে। একই বৈশিষ্টের পুনরাবৃত্তির হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট সম্পন্ন হয়ে থাকে। তৃতীয় শ্রেণীতে মোট আটটি মৌল রয়েছে, মৌলগুলো হল: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এবং আর্গন। প্রথম দুটি মৌল সোডিয়াম এবং ম্যাসনেসিয়াম পর্যায় সারণির এস-ব্লক এর মৌল, অন্যান্য মৌলগুলো পি-ব্লকের অন্তর্গত।
পর্যায়বৃত্ত প্রবণতা
[সম্পাদনা]মৌলসমূহ
[সম্পাদনা]মৌলিক পদার্থ শ্রেণী ইলেকট্রন বিন্যাস ব্লক ১১ Na সোডিয়াম ক্ষার ধাতু [Ne] 3s1 এস-ব্লক ১২ Mg ম্যাগনেসিয়াম মৃৎ ক্ষার ধাতু [Ne] 3s2 এস-ব্লক ১৩ Al অ্যালুমিনিয়াম Post-transition metal [Ne] 3s2 3p1 পি-ব্লক ১৪ Si সিলিকন ধাতুকল্প [Ne] 3s2 3p2 পি-ব্লক ১৫ P ফসফরাস অধাতু [Ne] 3s2 3p3 পি-ব্লক ১৬ S সালফার অধাতু [Ne] 3s2 3p4 পি-ব্লক ১৭ Cl ক্লোরিন হ্যালোজেন [Ne] 3s2 3p5 পি-ব্লক ১৮ Ar আর্গন নিষ্ক্রিয় গ্যাস [Ne] 3s2 3p6 পি-ব্লক
সোডিয়াম
[সম্পাদনা]ম্যাগনেসিয়াম
[সম্পাদনা]অ্যালুমিনিয়াম
[সম্পাদনা]সিলিকন
[সম্পাদনা]ফসফরাস
[সম্পাদনা]সালফার
[সম্পাদনা]ক্লোরিন
[সম্পাদনা]আর্গন
[সম্পাদনা]মৌলসমূহের সারণি
[সম্পাদনা]শ্রেণী | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# নাম |
১১ Na |
১২ Mg |
১৩ Al |
১৪ Si |
১৫ P |
১৬ S |
১৭ Cl |
১৮ Ar | ||||||||||
e--conf. |
পর্যায় সারণীর রাসায়নিক শ্রেণীসমূহ
ধাতু | ধাতুকল্প | অধাতু | অজানা রাসায়নিক বৈশিষ্ট্য | |||||||
ক্ষার ধাতু |
মৃৎ ক্ষার ধাতু |
অভ্যন্তরীণ রূপান্তর ধাতু | অবস্থান্তর ধাতু |
উত্তোলন পরবর্তী ধাতু |
অন্যান্য অধাতু |
হ্যালোজেন | নিষ্ক্রিয় গ্যাস | |||
ল্যান্থানাইড | অ্যাক্টিনাইড |