এই উইকিতে, ভাষার লিঙ্কগুলি পাতার উপরের দিকে নিবন্ধের শিরোনামের পাশে রয়েছে। উপরে চলুন।
তৃতীয় শ্রেণীর মৌল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ক্যানডিয়াম লাইম
পর্যায় সারনীর তৃতীয় শ্রেণীর মৌলগুলো হল স্ক্যানডিয়াম, ইট্রিয়াম, লুটেসিয়াম, লরেনসিয়াম। লুটেসিয়াম, লরেনসিয়ামকে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারিতে অর্ন্তভুক্ত করা হয়। অনেকে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির ৩২ টি মৌলকে এই শ্রেনীতে অন্তর্ভুক্ত করার পক্ষে। আবার অনেকে শুধু স্ক্যানডিয়াম, ইট্রিয়ামকে এই শ্রেনীতে রাখার পক্ষে। স্ক্যানডিয়াম, ইট্রিয়াম ও ল্যান্থানাইড গ্রুপের মৌল সমূহকে রেয়ার আর্থ মেটাল বলা হয়।