দ্বিতীয় পর্যায়ের মৌল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্বিতীয় পর্যায়ের মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বুঝান‌ো হয় যেগুলো পর্যায় সারণির দ্বিতীয় সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণির প্রতিটি সারিতে মৌল সমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্ট পরিবর্তনের ক্রম দেখা যায়। একই বৈশিষ্টের পুনরাবৃত্তির হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট সম্পন্ন হয়ে থাকে।

দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হল, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এবং নিয়ন। এই অবস্থাটি আণবিক কাঠামোর আধুনিক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে।

পর্যায়বৃত্ত প্রবণতা[সম্পাদনা]

মৌলসমূহ[সম্পাদনা]

মৌলিক পদার্থ শ্রেণী ইলেকট্রন বিন্যাস
Li লিথিয়াম ক্ষার ধাতু [He] 2s1
Be বেরিলিয়াম মৃৎ ক্ষার ধাতু [He] 2s2
B বোরন Metalloid [He] 2s2 2p1
C কার্বন অধাতু [He] 2s2 2p2
N নাইট্রোজেন অধাতু [He] 2s2 2p3
O অক্সিজেন অধাতু [He] 2s2 2p4
F ফ্লুরিন হ্যালোজেন [He] 2s2 2p5
১০ Ne নিয়ন নিষ্ক্রিয় গ্যাস [He] 2s2 2p6

লিথিয়াম[সম্পাদনা]

বেরিলিয়াম[সম্পাদনা]

বোরন[সম্পাদনা]

কার্বন[সম্পাদনা]

নাইট্রোজেন[সম্পাদনা]

অক্সিজেন[সম্পাদনা]

ফ্লোরিন[সম্পাদনা]

নিয়ন[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]