টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার | |
---|---|
বিবরণ | সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে সেরা অভিনেত্রীর জন্য |
অবস্থান | যুক্তরাষ্ট্র |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ৫ ফেব্রুয়ারি ১৯৭১ |
বর্তমানে আধৃত | স্টেলান স্কার্সগার্ড চেরনোবিল (২০১৯) |
ওয়েবসাইট | goldenglobes |
টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হচ্ছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদানকৃত একটি বার্ষিক টেলিভিশন পুরস্কার। ধারাবাহিক, সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতাকে সম্মাননা প্রদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৭১ সালের ৫ই ফেব্রুয়ারি ২৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার আসরে প্রথম এই পুরস্কার প্রদান করা হয় এবং মার্কাস ওয়েলবি, এম.ডি. মিনি ধারাবাহিকে অভিনয়ের জন্য পুরস্কার গ্রহীতা জেমস ব্রোলিন এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী। ১৯৮০ সালের পূর্বে টেলিভিশন ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার নামে প্রদান করা হত।
এই পুরস্কার প্রদান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৫ জন অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এড অ্যাসনার সর্বাধিক তিনবার এই পুরস্কার অর্জন করেছেন। শন হেইস ও জেরেমি পিভেন সর্বাধিক ছয়বার এই বিভাগে মনোনয়ন লাভ করেছেন। বর্তমান বিজয়ী স্টেলান স্কার্সগার্ড চেরনোবিল (২০১৯) মিনি ধারাবাহিকে বোরিস শেরবিনা চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।[১]
পরিসংখ্যান
[সম্পাদনা]একাধিকবার বিজয়ী
[সম্পাদনা]- ৩ বার
- ২ বার
একাধিকবার মনোনীত
[সম্পাদনা]
|
|
আরও দেখুন
[সম্পাদনা]- নাট্যধর্মী ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার
- হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার
- চলচ্চিত্র/মিনি ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার
- মিনি ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Golden Globes 2020: 1917 and Fleabag lead British invasion with major wins"। দ্য গার্ডিয়ান। ৫ জানুয়ারি ২০২০। ৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।