অবতরণ যান
ল্যান্ডার (ইংরেজি: lander) বলতে পৃথিবী ব্যতীত অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর উপর অবতরণ করতে সক্ষম এমন মহাকাশযানকে বোঝায়।[১][পৃষ্ঠা নম্বর প্রয়োজন] যেখানে ইমপ্যাক্টর কোনো জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর উপর তীব্র বেগে আছড়ে পড়ে, যার ফলে বস্তুটির উপর পড়ার পর মহাকাশযানটি ধ্বংসপ্রাপ্ত হয়, সেখানে ল্যান্ডার তুলনায় মন্দিত বেগে কোনো জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর উপর অবতরণ করে, এবং এর পরেও মহাকাশযানটি সক্রিয় থাকে।
বায়ুমণ্ডল উপস্থিত এমন জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর ক্ষেত্রে বায়ুমণ্ডলীয় প্রবেশের পর অবতরণ সম্পন্ন করা হয়। এক্ষেত্রে কম প্রান্তিক বেগ বজায় রাখার জন্য ল্যান্ডারটিকে প্যারাশুট ব্যবহার করতে পারে। কিছুক্ষেত্রে অবতরণের সময় ল্যান্ডারের বেগ জন্য ছোট অবতরণ রকেট ব্যবহার করা হয়। ল্যান্ডারের অবতরণ সাধারণত নিয়ন্ত্রিতভাবে হয় এবং ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে ল্যান্ডারকে কোনো জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর উপর স্থাপন করা হয়। কিছু ল্যান্ডার (যেমন লুনা ৯ ও মার্স পাথফাইন্ডার) অবতরণের জন্য ল্যান্ডিং গিয়ারের পরিবর্তে প্রসারিত এয়ারব্যাগ ব্যবহার করা হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু অনুযায়ী
[সম্পাদনা]চাঁদ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- চাঁদে কৃত্রিম বস্তুসমূহের তালিকা
- মঙ্গল গ্রহে কৃত্রিম বস্তুসমূহের তালিকা
- শুক্র গ্রহে কৃত্রিম বস্তুসমূহের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ball, Andrew; Garry, James; Lorenz, Ralph; Kerzhanovich, Viktor (মে ২০০৭)। Planetary Landers and Entry Probes। Cambridge University Press। আইএসবিএন 978-0-521-82002-8। বিবকোড:2007plep.book.....B।
- ↑ "Luna 2"। NASA–NSSDC।
- ↑ NASA Apollo 11 40th anniversary.