ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল
ডাকনাম | Windies |
---|---|
সংঘ | ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
আইসিসি মর্যাদা | পূর্ণ সদস্য (১৯২৬) |
আইসিসি অঞ্চল | আমেরিকা |
টেস্ট | |
প্রথম টেস্ট | ওয়েস্ট ইন্ডিজ vs. অস্ট্রেলিয়া (Montego Bay; 7 May 1976) |
একদিনের আন্তর্জাতিক | |
প্রথম ওডিআই | ওয়েস্ট ইন্ডিজ vs. ইংল্যান্ড (Teddington; 6 June 1979) |
বিশ্বকাপ উপস্থিতি | ৫ (১৯৯৩ সালে সর্বপ্রথম) |
সেরা ফলাফল | রানার-আপ (২০১৩) |
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১ (২০০৩ সালে সর্বপ্রথম) |
সেরা ফলাফল | রানার-আপ (২০০৩) |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | |
প্রথম টি২০আই | ওয়েস্ট ইন্ডিজ vs. আয়ারল্যান্ড (Dublin; 27 June 2008) |
টি২০ বিশ্বকাপ উপস্থিতি | ৫ (২০০৯ সালে সর্বপ্রথম) |
সেরা ফলাফল | বিজয়ী (২০১৬) |
৩ এপ্রিল ২০১৬ অনুযায়ী |
ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্বকারী মহিলাদের ক্রিকেট দল। দলের বর্তমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্তাফানি টেলর। ৭ মে, ১৯৭৬ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকার মন্টিগো বে এলাকায় সর্বপ্রথম ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। দলের সেরা ফলাফল হিসেবে রয়েছে ২০০৫ ও ২০১৩ সালের মহিলাদের বিশ্বকাপে রানার্স-আপ অর্জন। ২০১৬ সালের আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার শিরোপা লাভ করে দলটি।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭৫-৭৬ মৌসুমে নিজ দেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে সর্বপ্রথম টেস্ট সিরিজে অংশগ্রহণ করে ওয়েস্ট ইন্ডিজ দল। এছাড়াও, তিনদিনের ক্রিকেট খেলার দু’টোই ড্রয়ে পরিণত হয়েছিল। ১৯৭৬-৭৭ মৌসুমে একই দল বিদেশ সফরে যায়। দলটি ৬ টেস্টের সিরিজে ভারতের বিপক্ষে অংশ নেয়। তন্মধ্যে ৪র্থ টেস্টে পরাজিত হয় ও সর্বশেষ টেস্টে ইনিংসের ব্যবধানে জয়লাভ করে, বাকী চারটি টেস্টই ড্র হয়। ফলে সিরিজটিও ড্র হয়।
১৯৭৯ সালে ইংল্যান্ডে ৩ টেস্টের সিরিজে ইংল্যান্ড ক্রিকেট দলের মোকাবেলা করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অত্যন্ত দূর্বলমানের খেলায় প্রথম ও তৃতীয় টেস্টে পরাজিত হয়। দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইংল্যান্ড দল। ২০০৩-০৪ মৌসুমে ২৪ বছর নীরবতার পর পাকিস্তান গমন করে। টেস্টসহ একদিনের খেলায়ও অংশ নেয় তারা। এ সফরে প্রথমবারের মতো ৪দিন খেলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ ও খেলাটি ড্র হয়েছিল।
বর্তমান আন্তর্জাতিক র্যাঙ্কিং
[সম্পাদনা]আইসিসি মহিলাদের র্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে।
আইসিসি মহিলা ওডিআই র্যাঙ্কিং | |||||
---|---|---|---|---|---|
অবস্থান | দল | খেলা | পয়েন্ট | রেটিং | |
১ | অস্ট্রেলিয়া | ২১ | ৩৩৭৯ | ১৬১ | |
২ | ইংল্যান্ড | ২৫ | ২৯৮৩ | ১১৯ | |
৩ | দক্ষিণ আফ্রিকা | ২৯ | ৩৩৯০ | ১১৭ | |
৪ | ভারত | ২৬ | ২৯৩৪ | ১১৩ | |
৫ | নিউজিল্যান্ড | ২৬ | ২৩৯২ | ৯২ | |
৬ | ওয়েস্ট ইন্ডিজ | ২২ | ১৮৭২ | ৮৫ | |
৭ | পাকিস্তান | ২০ | ১৪৯৬ | ৭৫ | |
৮ | বাংলাদেশ | ৫ | ৩০৬ | ৬১ | |
৯ | শ্রীলঙ্কা | ১১ | ৫১৯ | ৪৭ | |
১০ | আয়ারল্যান্ড | ২ | ২৫ | ১৩ | |
সূত্র: আইসিসি ওডিআই র্যাঙ্কিং, ক্রিকইনফো ওডিআই র্যাঙ্কিং ৩ নভেম্বর, ২০২১ |
আইসিসি মহিলা টি২০আই র্যাঙ্কিং | |||||
---|---|---|---|---|---|
অবস্থান | দল | খেলা | পয়েন্ট | রেটিং | |
১ | অস্ট্রেলিয়া | ১৯ | ৫,৩১৬ | ২৮০ | |
২ | নিউজিল্যান্ড | ২৫ | ৬,৯২৮ | ২৭৭ | |
৩ | ইংল্যান্ড | ১৯ | ৫,২৩৯ | ২৭৬ | |
৪ | ওয়েস্ট ইন্ডিজ | ১৯ | ৪,৯২৮ | ২৫৯ | |
৫ | ভারত | ২৭ | ৬,৭৩৩ | ২৪৯ | |
৬ | দক্ষিণ আফ্রিকা | ২১ | ৫,১০৭ | ২৪৩ | |
৭ | পাকিস্তান | ২৪ | ৫,৪৫১ | ২২৭ | |
৮ | শ্রীলঙ্কা | ২৩ | ৪,৭৭০ | ২০৭ | |
৯ | বাংলাদেশ | ২৭ | ৫,২০৯ | ১৯৩ | |
১০ | আয়ারল্যান্ড | ১৩ | ২,৪৪৭ | ১৮৮ | |
১১ | স্কটল্যান্ড | ৮ | ১,১৯৯ | ১৫০ | |
১২ | থাইল্যান্ড | ২৮ | ৪,০৭৬ | ১৪৬ | |
১৩ | জিম্বাবুয়ে | ১৪ | ২,০২৯ | ১৪৫ | |
১৪ | সংযুক্ত আরব আমিরাত | ১৬ | ২,০৮১ | ১৩০ | |
১৫ | উগান্ডা | ২০ | ২,৫৩২ | ১২৭ | |
১৬ | কেনিয়া | ৮ | ৯৬৫ | ১২১ | |
১৭ | পাপুয়া নিউগিনি | ১০ | ১,১৯৮ | ১২০ | |
১৮ | নেপাল | ৮ | ৯৩৩ | ১১৭ | |
১৯ | সামোয়া | ৩ | ৩১৮ | ১০৬ | |
২০ | তানজানিয়া | ১৮ | ১,৬০৬ | ৮৯ | |
২১ | হংকং | ১৫ | ১,২১৯ | ৮১ | |
২২ | ইন্দোনেশিয়া | ৭ | ৫৬২ | ৮০ | |
২৩ | নেদারল্যান্ডস | ৯ | ৬৮২ | ৭৬ | |
২৪ | কাতার | ৫ | ৩৬৮ | ৭৪ | |
২৫ | চীন | ১২ | ৮৭০ | ৭৩ | |
২৬ | নামিবিয়া | ২০ | ১,২৬১ | ৬৩ | |
২৭ | জাপান | ৫ | ২৮৪ | ৫৭ | |
২৮ | বতসোয়ানা | ১০ | ৪৮৮ | ৪৯ | |
২৯ | আর্জেন্টিনা | ১৪ | ৬৭৪ | ৪৮ | |
৩০ | সিয়েরা লিওন | ৯ | ৪০০ | ৪৪ | |
৩১ | মালয়েশিয়া | ২০ | ৮৬২ | ৪৩ | |
৩২ | জার্মানি | ৬ | ২৫৭ | ৪৩ | |
৩৩ | ওমান | ৪ | ১৪৫ | ৩৬ | |
৩৪ | ব্রাজিল | ১৮ | ৫৯৭ | ৩৩ | |
৩৫ | ভানুয়াতু | ৩ | ৮৭ | ২৯ | |
৩৬ | ফ্রান্স | ৫ | ১২৫ | ২৫ | |
৩৭ | মোজাম্বিক | ১০ | ২১৪ | ২১ | |
৩৮ | ডেনমার্ক | ৫ | ৯৮ | ২০ | |
৩৯ | জাম্বিয়া | ৩ | ৩৪ | ১১ | |
৪০ | মালাউই | ৭ | ৬৮ | ১০ | |
৪১ | বেলজিয়াম | ৫ | ৪৩ | ৯ | |
৪২ | চিলি | ১৩ | ৮৬ | ৭ | |
৪৩ | পেরু | ১১ | ১ | ০ | |
৪৪ | লেসোথো | ৮ | ০ | ০ | |
৪৫ | ইসোয়াতিনি | ৪ | ০ | ০ | |
৪৬ | সিঙ্গাপুর | ৪ | ০ | ০ | |
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮ |
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Cricket Archive details of West Indies in women's Tests ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে
- Cricket Archive detaiils of West Indies in women's ODIs ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জুলাই ২০০৮ তারিখে