বিষয়বস্তুতে চলুন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(University of North Bengal থেকে পুনর্নির্দেশিত)
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যসমানো মন্ত্রঃ সমিতি সমানী
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১ জুন ১৯৬২
(৬২ বছর আগে)
 (1962-06-01)
আচার্যপশ্চিমবঙ্গের রাজ্যপাল
উপাচার্যসি এম রবীন্দ্রন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৬৬ (২০২২)
শিক্ষার্থী১৮৮২
স্নাতক৬২৭ (২০২২)[]
স্নাতকোত্তর১৬৪ (২০২২)[]
১১৬৩ (২০২২)[]
অবস্থান
রাজা রামমোহনপুর, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ,  ভারত
,
৭৩৪০১১
শিক্ষাঙ্গনগ্রামীণ
ওয়েবসাইটউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাংশে তথা দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের লাগোয়া শিবমন্দিরের রাজা রামমোহনপুরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের জেলাগুলি ও প্রতিবেশী রাজ্য সিকিমের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক ও কারিগরি মানবসম্পদ বিকাশের লক্ষ্যে ১৯৬২ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শুরুর দিককার বিশ্ববিদ্যালয়ের একটি , এমনকি গোটা উত্তরবঙ্গে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়। পরিধির দিক থেকে বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত। ৩১৫.৯৯ একরে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় রয়েছে বিস্তর জঙ্গলাকীর্ণ প্রান্তর,পদ্মজা নাইডু পার্ক, অক্ষয় কুমার মৈত্র হেরিটেজ মিউজিয়াম, রবীন্দ্র-ভানু মঞ্চ। এছাড়াও ছোট্ট একটি ধীর গতিসম্পন্ন নদী ও সুন্দর ছায়াপ্রদানকারী বৃক্ষের সমাহারে প্রকৃতির মনোরম রূপ দেখতে পাওয়া যায়।

্ বিজ্ঞান,কলা ও বানিজ্যে স্নাতকোত্তর ডিগ্রীর পাশাপাশি বিভিন্ন পেশাদারী কর্মমুখী কোর্স(এমবিএ), স্থানীয় ভাষা, হিমালয় ও চা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে। বর্তমানে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে এই বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারক্ষেত্রের অন্তর্গত কলেজেগুলি আছে।[][][][][]

প্রাঙ্গণ

[সম্পাদনা]

উত্তরবঙ্গে শিলিগুড়িবাগডোগরা বিমানবন্দরের মধ্যবর্তী রাজা রামমোহনপুর অঞ্চলে ৩৩০ একর জমির উপর গড়ে উঠেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রতিবছর ৩৬ হাজারেরও বেশি স্নাতক ও দেড় হাজারেরও বেশি স্নাতকোত্তর ও গবেষক ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পঠনপাঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই ছাত্রছাত্রীরা যে শুধু উত্তরবঙ্গ থেকে আসেন তাই নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল, সিক্কিম, বিহার, এমনকি ভুটাননেপাল মতো সার্কভুক্ত নানা দেশ থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনার জন্য আসেন। তাই বর্তমানে এটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; nirf_stud নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "ফের অচলাবস্থা শিক্ষাঙ্গনে, পড়ুয়া-অশিক্ষক কর্মীদের বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯ 
  3. "Bartaman Patrika"bartamanpatrika.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯ 
  4. সাহা, কিশোর। "শিলিগুড়ি ফিরেই পরপর বৈঠকে উপাচার্য"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯ 
  5. সংবাদদাতা, নিজস্ব। "আন্দোলনে ঝুলল তালা, থমকে বিশ্ববিদ্যালয়"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯ 
  6. "বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু দাবি DSO-র"News18 Bengali। ২০২১-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]