বিষয়বস্তুতে চলুন

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যনারীর ক্ষমতায়ন
ধরনসরকারি
স্থাপিত২০২০ (৪ বছর আগে) (2020)
আচার্যজগদীপ ধনখর
উপাচার্যমিতা বন্দ্যোপাধ্যায়
অবস্থান, ,
ভারত
ওয়েবসাইটwww.kanyashreeuniversity.ac.in উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কৃষ্ণনগরে অবস্থিত একটি সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়[] পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ২০২০ সালের ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[][] এই বিশ্ববিদ্যালয়ে মানবিক ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ক বিভিন্ন শাখায় শিক্ষা প্রদান করা হয়।[] এই বিশ্ববিদ্যালয়টি “কন্যাশ্রী ইউনিভার্সিটি” নামেও পরিচিত।

ইতিহাস

[সম্পাদনা]

কৃষ্ণনগরে শুধুমাত্র মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথা প্রথম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ২০১৯ সালের ১০ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন।[] বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং নভেম্বর মাস থেকে অনলাইনে প্রথমবারের জন্য ভর্তি প্রক্রিয়াও শুরু হয়।[] ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কৃষ্ণনগর মহিলা কলেজে অস্থায়ী ভাবে পঠনপাঠন শুরু হয়।

শিক্ষা প্রাঙ্গণ

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণটি কৃষ্ণনগর শহরে কৃষ্ণনগর সরকারি কলেজে অবস্থিত। এখানে বাংলা, ইংরেজি শিক্ষা ও ইতিহাস বিভাগের দ্বারা দ্বারা যথাক্রমে বাংলা, ইংরেজি, শিক্ষা ও ইতিহাস বিষয়ে শিক্ষা ও এমএ ডিগ্রি প্রদান করা হয়।[]

সংস্থা ও প্রশাসন

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক আধিকারিকদের একটি পর্ষদ দ্বারা পরিচালিত হয়। পর্ষদটি বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজসমূহের কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের তহবিল পর্যবেক্ষণ করেন। মিতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রথম ও বর্তমান উপাচার্য।[][]

বিভাগ

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় ৮ টি বিভাগ রয়েছে। বিভাগসমূহ - বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, শিক্ষা বিভাগ, ইতিহাস বিভাগ, ভুগল বিভাগ, আইন বিভাগ, খাদ্য ও পুষ্টি বিভাগ ও সমাজকর্ম বিভাগ।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kanyashree University" 
  2. "Kanyashree University will celebrate it's first Foundation Day on the 2nd of January, 2021 online." (পিডিএফ) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Kanyashree University" 
  4. "women's university" 
  5. "কলেজ মাঠে বিশ্ববিদ্যালয়"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 
  6. "নভেম্বরেই ভর্তি শুরু কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ৩০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 
  7. "কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে MA পড়া যাবে, ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভর্তি"। www.eisamay.indiatimes.com। এই সময়। ২৯ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 
  8. "From Vice Chancellor's Desk"। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Departments"। ২০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]