মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়
চিত্র:মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের সীলমোহর.png
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৮ (৪ বছর আগে) (2018)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
আচার্যজগদীপ ধনখর
উপাচার্যসুব্রত কুমার দে
অবস্থান, ,
ভারত
ওয়েবসাইটwww.mguwb.org.in

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর বিশ্ববিদ্যালয় আইন,২০১৭-এর অধীনে পূর্ব মেদিনীপুর বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] এটির নাম পরিবর্তন ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৮-এর মাধ্যমে করা হয়েছিল।[২] বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম উপাচার্য সুব্রত কুমার দে মহাশয়কে নিয়োগের সাথে সক্রিয় হয়ে ওঠে।[৩] ২০২১ সালের তথ্যানুসারে, এটি বাংলা, ইংরেজি, ইতিহাস ও গণিত বিষয়ে পঠন-পাঠনের প্রস্তাব ও স্নাতকোত্তর উপাধি প্রদান করে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Purba Medinipur University Act, 2017"www.bareactslive.com। ৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১ 
  2. "The Purba Medinipur University (Amendment) Act, 2018" (পিডিএফ)। ১ অক্টোবর ২০১৮। 
  3. "About Us"www.mguwb.org.in। Mahatma Gandhi University। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১ 
  4. "INFORMATION BULLETIN ADMISSION TO POST-GRADUATE COURSES (ACADEMIC SESSION: 2021-2022)" (পিডিএফ)www.mguwb.org.in। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১