২০১৪ স্কটল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Scottish cricket team in Ireland in 2014 থেকে পুনর্নির্দেশিত)
২০১৪ স্কটল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড স্কটল্যান্ড
তারিখ ৮ সেপ্টেম্বর, ২০১৪ – ১২ সেপ্টেম্বর, ২০১৪
অধিনায়ক কেভিন ও’ব্রায়ান প্রিস্টন মমসেন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কেভিন ও’ব্রায়ান (১৫৯) ক্যালাম ম্যাকলিওড (১৪৫)
সর্বাধিক উইকেট ক্রেগ ইয়ং (৬) মজিদ হক (৫)
সিরিজ সেরা খেলোয়াড় ক্রেগ ইয়ং (আযারল্যান্ড)

স্কটল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৮-১২ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড সফর করে। দলটি আইরিশ দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিকে (ওডিআই) প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[১][২][৩] স্বাগতিক আয়ারল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।

দলের সদস্য[সম্পাদনা]

ওডিআই
 আয়ারল্যান্ড  স্কটল্যান্ড[৪]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৮ সেপ্টেম্বর, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫২৭
স্কটল্যান্ড 
১৭২ (৪০.৩ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
১৭৩/৩ (৩৭.৪ ওভার)
মাইকেল লিস্ক ৫০ (৫০)
ক্রেগ ইয়ং ৫/৪৬ (১০ ওভার)
কেভিন ও’ব্রায়ান ৫৬* (৫৬)
জোশ ডেভি ১/২৪ (৯ ওভার)
আয়ারল্যান্ড ৭ উইকেটে বিজয়ী
মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)

২য় ওডিআই[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫২৮
স্কটল্যান্ড 
২২১ (৪৯.৫ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
২২৫/৭ (৪৪.২ ওভার)
রিচি বেরিংটন ১০১ (১২৬)
ম্যাক্স সোরেনসেন ৪/৪০ (১০ ওভার)
আয়ারল্যান্ড ৩ উইকেটে বিজয়ী
মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাঠের বহিরাঙ্গন ভেজা থাকায় খেলা শুরু করতে বিলম্ব হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১২ সেপ্টেম্বর, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫২৯
আয়ারল্যান্ড 
২৪১/৯ (৫০ ওভার)
বনাম
 স্কটল্যান্ড
২৪৩/২ (৪৫.৪ ওভার)
জন মুনি ৯৬ (৭৭)
মাজিদ হক ৫/৫৪ (১০ ওভার)
স্কটল্যান্ড ৮ উইকেটে বিজয়ী
মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাঠের বহিরাঙ্গন ভেজা থাকায় খেলা শুরু করতে বিলম্ব হয়।
  • আয়ারল্যান্ডের পক্ষে গ্রেইম ম্যাককার্টারের ওডিআই অভিষেক ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 1st ODI
  2. 3rd ODI
  3. 2nd ODI
  4. "Scotland name squad for Ireland matches"। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]