অ্যান্ড্রু পয়েন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্ড্রু পয়েন্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যান্ড্রু পয়েন্টার
জন্ম (1987-04-25) ২৫ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৬)
হ্যামারস্মিথ, লন্ডন, ইংল্যান্ড
ডাকনামএপি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৭)
১ জুলাই ২০০৮ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই১২ জুলাই ২০১১ বনাম স্কটল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫মিডলসেক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৫ ২৮
রানের সংখ্যা ২০০ ৩৬ ১৪১ ৪৫১
ব্যাটিং গড় ২২.২২ ১৮.০০ ২৮.২০ ২১.৪৭
১০০/৫০ ০/২ ০/০ ০/১ ০/৪
সর্বোচ্চ রান ৭৮ ২৩* ৭৬* ৭৮
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৮/– ১/– ৫/– ১২/–
উৎস: CricketArchive, ১ ফেব্রুয়ারি ২০১৪

অ্যান্ড্রু ডেভিড পয়েন্টার (জন্ম: ২৫ এপ্রিল, ১৯৯০) লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় জন্মগ্রহণকারী ও ইংরেজ বংশোদ্ভূত আইরিশ ক্রিকেটারআয়ারল্যান্ড ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে অংশগ্রহণ করছেন। পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংয়ে পারদর্শী অ্যান্ড্রু পয়েন্টারকাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের পক্ষে খেলছেন তিনি।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মিডলসেক্স ক্রিকেট একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৫ সালে আঠারো বছর বয়সে মিডলসেক্সের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ফেনারে অনুষ্ঠিত ঐ খেলায় প্রতিপক্ষ ছিল কেমব্রিজ ইউসিসিই। পয়েন্টারের কাকা ডেরিক ভিনসেন্টও আয়ারল্যান্ডের পক্ষে খেলেছেন। আয়ারল্যান্ড ও ডারহামের সদস্য স্টুয়ার্ট পয়েন্টার সম্পর্কে তার ছোট ভাই।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের পক্ষে অংশগ্রহণ করেছেন পয়েন্টার। যুবদের একদিনের আন্তর্জাতিকে ৬টি ওডিআইয়ে অংশ নিয়ে ১৪৮ রান তোলেন। ২৯.৬০ রান গড়ে ঐ রান সংগ্রহকালীন তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৭৬।[১] গ্রুপ পর্যায়ের ক্রিকেটে উন্নতি করায় পয়েন্টারকে আয়ারল্যান্ড এ দলের সদস্য মনোনীত করা হয়। ২০০৭ সালের গ্রীষ্মে ডেনমার্কমেরিলেবোন দলের পক্ষে অংশগ্রহণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Andrew Poynter, CricketArchive.com  Retrieved on 8 December 2008.
  2. Cricinfo staff (১৬ জুলাই ২০০৭), Ireland announce A team, Cricinfo.com  Retrieved on 8 December 2008.

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]