বিষয়বস্তুতে চলুন

জিতেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jeetendra থেকে পুনর্নির্দেশিত)
জিতেন্দ্র
২০১২ সালে একতার জন্মদিনে জিতেন্দ্র
জন্ম
রবি কাপুর

(1942-04-07) ৭ এপ্রিল ১৯৪২ (বয়স ৮২)
অন্যান্য নামজাম্পিং জ্যাক, ম্যান ইন দ্য হোয়াইট
পেশাঅভিনেতা, চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯৬০-এর দশক-বর্তমান
প্রতিষ্ঠানবালাজী টেলিফিল্মস
দাম্পত্য সঙ্গীশোভা কাপুর (বি. ১৯৭৪)
সন্তানএকতা কাপুর
তুষার কাপুর

জিতেন্দ্র (জন্ম: রবি কাপুর, ৭ এপ্রিল ১৯৪২)[] হলেন একজন ভারতীয় অভিনেতা, টিভি ও চলচ্চিত্র প্রযোজক এবং বালাজী টেলিফিল্মস, বালাজী মোশন পিকচার্স ও আল্ট এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান। তিনি তার নৃত্যশৈলির জন্য সুপরিচিত। তিনি দক্ষিণ ভারতীয় বিশেষ করে তেলুগু ভাষার চলচ্চিত্রের পুনর্নির্মিত আশির অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৬০-এর দশক থেকে দীর্ঘ কর্মজীবনে তিনি ১২১টি হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তিনি ২০০৩ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার এবং ২০০৬ সালে স্ক্রিন আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জিতেন্দ্র ১৯৪২ সালের ৭ই এপ্রিল ব্রিটিশ ভারতের পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব, ভারত) অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার জন্ম নাম রবি কাপুর।[] তার পিতা অমরনাথ কাপুর ও মাতা কৃষ্ণা কাপুর। তার পিতা নকল গহনার ব্যবসা করতেন, যা চলচ্চিত্রে সরবরাহ করা হত। তিনি মুম্বইয়ের গিরগোমের সেন্ট সেবাস্টিয়ান্‌স গোয়ান হাই স্কুলে পড়াশোনা করেন। সেখানে তার সহপাঠি ছিলেন রাজেশ খান্না। তিনি পরে মুম্বইয়ের সিদ্ধার্থ কলেজে পড়াশোনা করেন। ভি. শান্তরামের নবরং চলচ্চিত্রের জন্য গহনা সরবরাহ দিতে গেলে শান্তরাম তাকে সন্ধ্যা শান্তরামের চরিত্রের যমজ চরিত্রে তাকে কাজের সুযোগ দেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

জিতেন্দ্রের কর্মজীবনে প্রথম আলোচিত সাফল্য আসে ভি. শান্তরামের ১৯৬৪ সালের গীত গায়া পাত্থরোঁ নে চলচ্চিত্র দিয়ে। চার বছর পরে ফর্জ (১৯৬৭) ছিল তার আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক। এই চলচ্চিত্রের "মস্ত বাহারোঁ কা ম্যায়ঁ আশিক" গানের জন্য তিনি মুম্বইয়ের একটি দোকান থেকে নেওয়া টি-শার্ট আর সাদা জুতা পরবর্তী কালে তার প্রতীকী স্টাইল হয়ে দাঁড়ায়। ফর্জ চলচ্চিত্রটি গোল্ডেন জুবিলি হিট তকমা লাভ করে।[] ফর্জ-এর সফলতার পর তিনি কারবাঁ, হামজোলি চলচ্চিত্রে অনবদ্য নাচের সুবাদে তিনি জাম্পিং জ্যাক অফ বলিউড খ্যাতি লাভ করেন।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Jeetendra Biography"ফিল্মিবিট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  2. "হেমা-শ্রীদেবী-জয়াপ্রদার সঙ্গে সম্পর্কের টানাপড়েনেও অটুট জিতেন্দ্র-শোভার ৪৫ বসন্তের দাম্পত্য"আনন্দবাজার পত্রিকা। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  3. "Jeetendra Biography - Jeetendra Childhood, Film Actor Jeetendar Profile"আই লাভ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  4. "Cinema Express awards presented" (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৪ আগস্ট ১৯৯৮। ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  5. "Bollywood News: Bollywood Movies Reviews, Hindi Movies in India, Music & Gossip" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  6. "Dev Anand, Prem Chopra honoured" (ইংরেজি ভাষায়)। রেডিও সরগম। ৮ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  7. "Winners of Sansui Awards 2008 – RS Bollywood Online" (ইংরেজি ভাষায়)। রেডিও সরগম। ৩০ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  8. "19th Lions Gold Awards 2013 Winners" (ইংরেজি ভাষায়)। পিংক ভিলা। ১৭ জানুয়ারি ২০১৩। ২১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]