বিষয়বস্তুতে চলুন

আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Abdulla Yameen থেকে পুনর্নির্দেশিত)
আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম
އަބްދުﷲ ޔާމީން އަބްދުލް ގައްޔޫމް
আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম
মালদ্বীপের ৬ষ্ঠ রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৭ নভেম্বর ২০১৩ – ১৮ সেপ্টেম্বর ২০১৮
উপরাষ্ট্রপতিমোহাম্মদ জামিল আহমেদ
পূর্বসূরীমোহাম্মদ ওয়াহিদ হাসান
উত্তরসূরীইব্রাহিম মোহাম্মদ সোলিহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-05-21) ২১ মে ১৯৫৯ (বয়স ৬৫)
মালে, মালদ্বীপ
রাজনৈতিক দলমালদ্বীপের প্রগতিশীল দল
দাম্পত্য সঙ্গীফাতিমাথ ইব্রাহিম
প্রাক্তন শিক্ষার্থীআমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত
ক্লেয়ারমন্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি
ধর্মইসলাম

আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম (ধিবেহী: އަބްދުﷲ ޔާމީން އަބްދުލް ގައްޔޫމް; জন্ম: ২১ মে, ১৯৫৯) মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬ষ্ঠ রাষ্ট্রপতির[][] মালদ্বীপের আইনসভা পিপলস মজলিসে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা ছিলেন।[] ১৯৯৩ সাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে চার মেয়াদে সংসদ সদস্যরূপে নির্বাচিত হয়ে আসছেন। তবে ২০২০ সালে মুদ্রা-পাচার মামলায় তিনি কারাবন্দী হন এবং বর্তমানে মালদ্বীপের মাফুশি কারাগারে রয়েছেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

রাজনৈতিক জীবনের শুরুতে ইয়ামিন তার জীবনের বড় একটি অংশ মাচ্চানগোলহি ওয়ার্ড এলাকায় কম্যুনিটি সংগঠক হিসেবে ব্যয় করেন। এ এলাকাতেই তিনি শৈশবকাল অতিবাহিত করেন। মাচ্চানগোলহি ওয়ার্ড প্রধান হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে তিনি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে জেলাকে পরিচিতি ঘটান এবং কম্যুনিটিভিত্তিক বেসরকারী বিদ্যালয় আহমাদিয়াকে শিক্ষার সর্বোচ্চ মানে রূপান্তরের প্রয়াস চালিয়ে সফলকাম হন। এরপর তিনি পিপলস অ্যালায়েন্স (পিএ) নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় সহায়তা করেন। পরবর্তীতে তিনি দল ত্যাগ করে ২০১০ সালে মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টিতে (পিপিএম) যোগদান করেন।[] দল গঠনের পর থেকেই তিনি পিপিএমের দলনেতা হিসেবে সংসদীয় দলের প্রধান হন। ১৭-১৯ জানুয়ারি, ২০১৩ তারিখে আয়োজিত পিপিএমের প্রথম কংগ্রেসের মাধ্যমে বর্তমানেও তিনি এ পদ ধারণ করে আছেন। ২০১৩ সালে অনুষ্ঠিত মালদ্বীপের সংসদীয় নির্বাচনে তিনি জয়যুক্ত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Maldives swears in new president"। Al-Jazeera। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩ 
  2. "Yameen sworn in as president of the Maldives"। BBC World News। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩ 
  3. "ރައްޔިތުންގެ މަޖިލިސް"। Majlis.gov.mv। ২৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩ 
  4. "Progressive Party of Maldives – Official Website – Dhivehi"। Ppm.mv। ২৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
মোহাম্মদ ওয়াহিদ হাসান
মালদ্বীপের রাষ্ট্রপতি
২০১৩-বর্তমান
নির্ধারিত হয়নি