মোহাম্মদপুর ইউনিয়ন, ঠাকুরগাঁও সদর
অবয়ব
মোহাম্মদপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মোহাম্মদপুর ইউনিয়ন, ঠাকুরগাঁও সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫৯′৪৬″ উত্তর ৮৮°২৪′৪৬″ পূর্ব / ২৫.৯৯৬১১° উত্তর ৮৮.৪১২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | ঠাকুরগাঁও জেলা |
উপজেলা | ঠাকুরগাঁও সদর উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৬০ |
আয়তন | |
• মোট | ৩৪.৫৮ বর্গকিমি (১৩.৩৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৫০০ |
• জনঘনত্ব | ৫৯০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫১০১ |
এলাকার টেলিফোন কোড | ০৫৬১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মোহাম্মাদপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৩৪.৫৮ কিমি২ (১৩.৩৫ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২০,৫০০ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৯টি ও মৌজার সংখ্যা ৯টি।[৩]
গ্রামসমূহ
- কাজীপাড়া
- হরিনারায়নপুর
- আরাজী পস্তমপুর
- কাকডোব
- হরিনারায়নপুর (বানীয়াপাড়া)
- গিলাবাড়ী
- ফেরসাডাঙ্গী
- মাতৃগাঁও
- মোহাম্মদপুর
- আরাজীরামপুর
অবস্থান
ঠাকুরগাঁও জেলা সদর হতে ৫ কি: মি: পশ্চিমে ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশন হতে ৫কি: মিঃ দক্ষিনে এবং ঠাকুরগাঁও রোড বিমান বন্দর হতে ৫ কিঃ মিঃ পুর্বে অবস্থিত ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ।
মোট জনসংখ্যা ও ভোটার
গ্রামভিত্তিক লোকসংখ্যা- ২৩,৫০০জন। ভোটার সংখ্যা
- পুরুষ ৬৪২৯
- মহিলা ৬৩১৭
- সর্বমোট ভোটার ১২৭৪৬
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয় ২টি
- নিম্নমাধ্যমিক বিদ্যালয় ১টি
- প্রাথমিক বিদ্যালয় ৮টি
- মাদ্রাসা ২টি
জামে মসজিদ
মোট সংখ্যা ৪১টি
- হরিনারায়নপুর কাজীপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর সরকারপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর আর্দশপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর জানিনপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর দিঘীডাঙ্গী জামে মসজিদ
- আরাজী পসত্মমপুর করিম পাড়া জামে মসজিদ
- আরাজীপসত্মমপুর বীমান ঘাটি জামে মসজিদ
- আরাজীপসত্মমপুর(খলিল পাড়া) জামে মসজিদ
- কাকডোব উজার পাড়া জামে মসজিদ
- কাকডোব এডঃ আজিজুর পাড়া জামে মসজিদ
- কাকডোব এডঃ দিদারপাড়া জামে মসজিদ
- কাকডোব কোনপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর জসিম পাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর তালুকদার পাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর মাষ্টার পাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর আক্তারূল মেম্বার পাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর মাষ্টার পাড়া নুড়ে মেরাজ জামে মসজিদ
- হরিনারায়নপুর পীর পাড়া জামে মসজিদ
- হরিনায়নপুর হাজীপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর বটতলী জামে মসজিদ
- হরিনারায়নপুর সোলেমান মেম্বার পাড়া জামে মসজিদ
- হরিানারায়নপুর গুহিপিটা সুলতানপাড়া জামে মসজিদ
- হরিানারায়নপুর গুহিপিটা রহিম মাস্টার পাড়া জামে
- হরিানারায়নপুর মোম্বারপাড়া জামে মসজিদ
- হরিানারায়নপুর ফজলেকমি মেম্বারপাড়া জামে মসজিদ
- গিলাবাড়ী ছলিপাড়া জামে মসজিদ
- গিলাবাড়ী মুন্সীপাড়া জামে মসজিদ
- গিলাবাড়ী তালেবপাড়া জামে মসজিদ
- গিলাবাড়ী মাইনতদ্দিনপাড়া জামে মসজিদ
- পশ্চিম গিলাবাড়ী জামে মসজিদ
- ফেরসাডাঙ্গী হাট জামে মসজিদ
- ফেরসাডাঙ্গী দক্ষিণপাড়া জামে মসজিদ
- মাতৃগাও ইমত্মাজ মেম্বার পাড়া জামে মসজিদ
- মাতৃগাও জামে মসজিদ
- মোহাম্মদপুর পূর্বপাড়া জামে মসজিদ
- মোহাম্মদপুর মধ্যপাড়াজামে মসজিদ
- পীর মোহাম্মদপুর জামে মসজিদ
- আরাজীরামপুর তালুকদার পাড়া জামে মসজিদ
- আরাজীরামপুর গোলাম মোসত্মফাপাড়া জামে মসজিদ
- হরিনারায়নপুর ভাউলার হাট মোড় জামে মসজিদ
- আরাজীপসত্মমপুর ভপর আলী পাড়া জামে মসজিদ
দূর্গা পূজা মন্ডপ
- মোহাম্মদপুর ডা: নরেশ পাড়া দূর্গা মন্ডপ
- মোহাম্মদপুর কালিতলা দূর্গা মন্ডপ
- পশ্চিম গিলাবাড়ী দূর্গা মন্ডপ
- মাতৃগাও দূর্গা মন্ডপ
- হরিনারায়নপুর বানিয়াপাড়া দূর্গা মন্ডপ
তথ্যসূত্র
- ↑ "মোহাম্মাদপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।