রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়
রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় Ranhatta Chowrangi High School | |
---|---|
রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন | |
ঠিকানা | |
![]() | |
চৌরঙ্গী, বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি বিদ্যালয় মাধ্যমিক |
স্থাপিত | ১৯৭৩ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় জেলা | ঠাকুরগাঁও |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
বিদ্যালয় কোড | ১২৮৭৭৭ |
প্রধান শিক্ষক | মোজাফ্ফর হোসেন |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ১৬ |
লিঙ্গ | বালক, বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০ |
শ্রেণী | ৬-১০ |
শিক্ষাদানের মাধ্যম | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষার মাধ্যম | বাংলা-মাধ্যম শিক্ষা |
ভাষা | বাংলা |
আয়তন | ১.৭২ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ওয়েবসাইট | gmhsctg |
রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Ranhatta Chowrangi High School) বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মাঝে অবস্থিত। ১৯৭০ দশকের তৎকালিন স্থানীয় কতিপয় ব্যক্তির অর্থিক সহযোগিতায় ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১]
ইতিহাস[সম্পাদনা]
বর্ণনা[সম্পাদনা]
রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা এবং এবং রাণীসংকৈল উপজেলার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। বিদ্যালয়টি তিনটি ভবন নিয়ে গঠিত। এছাড়া এখানে একটি মসজিদ রয়েছে। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি প্রশ্বস্ত মাঠ। বিদ্যালয়ের পাঠাগারে ৫০০-এর অধিক বই রয়েছে। এছাড়া আরও একটি পুকুর আছে।
শিক্ষক ও ছাত্র[সম্পাদনা]
বিদ্যালয়টিতে ৬-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক রয়েছে। স্কুলের ছাত্রসংখ্যা ৮০০ জন।
অর্জন[সম্পাদনা]
এসএসসি পরীক্ষার ফলাফলের সামগ্রিক দিক বিবেচনায় বিদ্যালয়টির সুনাম রয়েছে। খেলাধুলায় বরাবরের মতন এগিয়ে থাকা এই বিদ্যালয় বেশ কয়েকবার স্থানীয় পর্যায়ে ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে।
উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়"। http://dangiparaup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
![]() |
উইকিমিডিয়া কমন্সে রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |