ঢোলারহাট ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢোলার হাট ইউনিয়ন
ইউনিয়ন
২১নং ঢোলার হাট ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাঠাকুরগাঁও জেলা
উপজেলাঠাকুরগাঁও সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

২১নং ঢোলার হাট ইউনিয়ন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

ইতিহাস[সম্পাদনা]

নামকরণ[সম্পাদনা]

ঢোলার হাট মৌজার নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় ঢোলার হাট ইউনিয়ন। কথিত আছে, এ গ্রামে ঢোলারদের হাট বসত। তাই এ নাম রাখা হয়।

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

প্রশাসনিক উপাত্ত[সম্পাদনা]

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

  • কলেজ-১টি, ঢোলারহাট টেকনিক্যাল বিএম কলেজ।
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
  • উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি, যথা- ১। ঢোলারহাটএসসি উচ্চ বিদ্যালয়, ২। ব্যারিষ্টার জমির উদ্দীর উচ্চ বিদ্যালয়, ৩। ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-১টি, মাধবপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।*
  • মাদ্রাসা- ২ টি।[২]

ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

বিভিন্ন জাতের ধান, পাট, তামাক, ভুট্টা।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভটভটি/রিক্সা/নছিমন/ভ্যান।

কৃতি ব্যক্তিত্ত্ব[সম্পাদনা]

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা[সম্পাদনা]

বিবিধ[সম্পাদনা]

  • ১টি কমিউনিটি ক্লিনিক আছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উপজেলা, ঠাকুরগাঁও সদর (২ আগস্ট ২০২১)। "ঠাকুরগাঁও সদর উপজেলা"ঠাকুরগাঁও সদর উপজেলা। ২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 
  2. ইউনিয়ন, ঢোলার হাট (২ আগস্ট ২০২১)। "ঢোলার হাট ইউনিয়ন"ঢোলার হাট ইউনিয়ন। ২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 

টেমপ্লেট:ঠাকুরগাঁও বিষয়ক