গেদুড়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গেদুড়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

অবস্থান[সম্পাদনা]

হরিপুর উপজেলা সদর হতে ১৫ কিলোমিটার উত্তরে মুন্নাটলী বাজারের কাছে এই ইউনিয়নটি অবস্থিত।[১]


ইতিহাস[সম্পাদনা]

১৯৬২ ইং সালের পূর্ব পর্যন্ত বর্তমান গেদুড়া ইউনিয়ন পরিষদ আমগাও ইউনিয়নের অধীন ছিলো। ১৯৭২ সালে আমগাঁও ইউনিয়ন পরিষদ বর্তমান ১নং গেদুড়া ইউনিয়ন পরিষদ এবং ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদ নামে দুই ভাগে বিভক্ত হয়।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী গেদুড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯৮৮৫ জন। এদের মধ্যে পুরুষ ১৪৩৭৩ জন ও মহিলার সঙখ্যা ১৪০০৫ জন।[১] বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে গেদুড়া ইউনিয়নের জনসংখ্যা ১৯,৪০৯ জন।[২]

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার ৭৫% এ ইউনিয়ন একটি শিক্ষিত ইউনিয়ন হিসেবে পরিচিত।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

গেদুড়া ইউনিয়নের মেদিনীসাগর দিঘি একটি দর্শনীয় স্থান। এ ইউনিয়ন এ সবুজ এ ঘেরা বর্ডারলাইন স্কুল এন্ড কলেজ একটি উন্নতমানের স্কুল। [১] এছাড়া দক্ষিণ সোনামতি গ্রামে "লাল সবুজ যুব উন্নয়ন ক্লাব" ও "দক্ষিণ সোনামতি ছাত্র কল্যাণ পরিষদ (SSSWA) নামে দুইটি সুসংগঠিত ক্লাব রয়েছে।।।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে গেদুড়া ইউনিয়ন"http://geduraup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]