.বিডি
প্রস্তাবিত হয়েছে | ১৯৯৯ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড |
প্রস্তাবের উত্থাপক | ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় |
উদ্দেশ্যে ব্যবহার | বাংলাদেশের সাথে যুক্ত সত্বা |
বর্তমান ব্যবহার | বাংলাদেশে ব্যবহৃত |
নিবন্ধনের সীমাবদ্ধতা | কিছু সাবডোমেইন (.gov.bd এবং .mil.bd) সীমিত; অন্যান্য খোলা, কিন্তু কিছু জেনেরিক নাম নিবন্ধন করা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় |
কাঠামো | [নাম].[জেনেরিক ডোমেইন].bd |
নথিপত্র | চুক্তিপত্র |
বিতর্ক নীতিমালা | একটি বিতর্ক নীতির অস্তিত্ব চুক্তিতে উল্লেখ করা, কিন্তু কোন বিবরণ পাওয়া যায়নি |
ওয়েবসাইট | বিটিসিএল নিবন্ধন |
.বিডি (.bd) বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) ".bd"-র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল সরাসরি ".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে।তবে দেশের জনগণের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার mygov.bd নামে একটি ওয়েবসাইট চালু করেছে।
অধীনস্থ উপ ডোমেইন
[সম্পাদনা]এই মুহূর্তে বিটিসিএল যে সমস্ত উপ ডোমেইনের নিবন্ধন অনুমোদন করে তা হল:
ধরন | নিবন্ধন যোগ্যতার | |
---|---|---|
.com.bd | ব্যবসায়িক | সংস্থার বা ব্যক্তিদের |
.edu.bd | শিক্ষাপ্রতিষ্ঠান | শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ |
.info.bd | তথ্য | ব্যক্তিগতভাবে নিবন্ধন করা যায়। |
.ac.bd | বিশ্ববিদ্যালয় | বিশ্ববিদ্যালয়সমূহ |
.net.bd | নেটওয়ার্ক | অন্তর্জাল সংযোগ সংস্থা |
.gov.bd | সরকার | কেবলমাত্র প্রশাসন, আইন, বিচার ও অন্যান্য সরকারি সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ |
.org.bd | সংস্থা | সংস্থাসমূহ |
.mil.bd | সামরিক বাহিনী | কেবলমাত্র সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ |
.বাংলা | যে কোনো | ব্যক্তিগত বা সংস্থা |
".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করতে হলে ডোমেইন নিবন্ধন পোর্টালে একাউন্ট খুলে আবেদন করতে হয়। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। আবেদন ফরম, ফির অঙ্ক ও অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যায়। এই মুহূর্তে বিটিসিএল অন্য কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে দেয় না। .info.bd ছাড়া অন্যান্য গণ ডোমেইন এর মধ্যে নিবন্ধন করতে চাইলে ডেমেইন নামটি জাতীয় পরিচয়পত্র কিংবা ট্রেড লাইসেন্স এর নামের সাথে মিল থাকতে হবে।
নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- IANA .bd হুইজ তথ্য (ইংরেজি)
- .bd হুইজ পরিষেবা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুলাই ২০১৬ তারিখে (ইংরেজি)
- .bd ডোমেইন সন্ধান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুলাই ২০১৬ তারিখে (ইংরেজি)
- .bd ডোমেইন নিবন্ধন (ইংরেজি)