ঊর্মিলা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঊর্মিলা দেবী
জন্ম৩ ফেব্রুয়ারি ১৮৮৩
তেলিরবাগ গ্রাম, বিক্রমপুর, ঢাকা, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ বাংলাদেশ)
মৃত্যুমে ১৯৫৬
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)

 ভারত
পেশারাজনীতিবিদ, লেখক
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
উল্লেখযোগ্য কর্ম
পুষ্পহার গ্রন্থ
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, লবণ সত্যাগ্রহ
দাম্পত্য সঙ্গীঅনন্তনারায়ণ সেন
পিতা-মাতা
  • ভুবনমোহন দাশ (পিতা)
  • নিস্তারিণী দেবী (মাতা)
আত্মীয়দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ(বড় ভাই)

ঊর্মিলা দেবী (৩ ফেব্রুয়ারি ১৮৮৩ - মে ১৯৫৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী।[১]

জন্ম ও পরিবার[সম্পাদনা]

ঊর্মিলা দেবী ১৮৮৩ সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভুবনমোহন দাশ ও মাতার নাম নিস্তারিণী দেবী। স্বামীর নাম অনন্তনারায়ণ সেন। ঊর্মিলা দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন। দাদার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

দেশবন্ধুর প্রেরণায় তিনি নারীদের মধ্যে কাজ গড়ে তোলেন। ১৯২১ সালে ‘নারী-কর্মমন্দির’ সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন, এ প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল চরকা ও খদর জনপ্রিয় করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। ১৯৩২ সালে অসহযোগ আন্দোলনে যে প্রথম তিনজন মহিলা আইন অমান্য করেছিলেন, ঊর্মিলা দেবী ছিলেন তাদেরই একজন। তিনি কলিকাতা ‘নারী সত্যাগ্রহ সমিতি’র সভানেত্রী ছিলেন।

সাহিত্যকর্ম[সম্পাদনা]

সে সময় নারায়ণ পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। তার প্রকাশিত সাহিত্যগ্রন্থ পুষ্পহারমহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু প্রমুখের স্মৃতিকথাও রচনা করেছেন ।

মৃত্যু[সম্পাদনা]

ঊর্মিলা দেবী মে ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত, অঞ্জলি বসু। সংসদ বাংলা চরিতাভিধান (পঞ্চম সংস্করণ সংস্করণ)। সংসদ। পৃষ্ঠা ১০৩। 
  2. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ৬৮-৬৯। আইএসবিএন 978-81-85459-82-0