২০২১–২২ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ
মৌসুম | ২০২১-২২ |
---|---|
তারিখ | ১৫ নভেম্বর–৩১ ডিসেম্বর ২০২২ |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (৩য় শিরোপা) |
মোট খেলা | ৬৬ |
মোট গোলসংখ্যা | ৩৩১ (ম্যাচ প্রতি ৫.০২টি) |
সেরা খেলোয়াড় | শাহিদা আকতার রিপা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব) |
শীর্ষ গোলদাতা | আকলিমা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব) ২৫ গোল |
সবচেয়ে বড় হোম জয় | এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব ১৪–০ নাসরিন স্পোর্টিং ক্লাব (৭ ডিসেম্বর ২০২২) |
সর্বোচ্চ স্কোরিং | এফসি ব্রাহ্মণবাড়িয়া মহিলা ০–১৯ বসুন্ধরা কিংস মহিলা (২৫ ডিসেম্বর ২০২২) |
দীর্ঘতম টানা জয় |
|
দীর্ঘতম টানা অপরাজিত |
|
দীর্ঘতম টানা জয়বিহীন |
|
দীর্ঘতম টানা পরাজয় |
|
← ২০২০–২১ ২০২৩–২৪ →
সব পরিসংখ্যান ৩১ ডিসেম্বর ২০২২ অনুযায়ী সঠিক। |
২০২১–২২ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ, স্পনসরশিপের কারণে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ ২০২১-২২ নামেও পরিচিত। এটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশ মহিলা ফুটবল লিগের শীর্ষ স্তরের বাংলাদেশ মহিলা ফুটবল লিগের ৫তম আসর। লিগটি ১৫ নভেম্বর ২০২২-এ শুরু হয়ে এবং ৩১ ডিসেম্বর ২০২২-এ শেষ হয়।[১][২][৩]
বসুন্ধরা কিংস ২০২০-২১ মৌসুমের আগের শিরোপা জিতেছে।[৪]
ভেন্যু
[সম্পাদনা]সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকার মোস্তফা কামাল স্টেডিয়ামে ।
ঢাকা | |
---|---|
মোস্তফা কামাল স্টেডিয়াম | |
ক্ষমতা: ২৫,০০০ |
দল
[সম্পাদনা]ক্লাব এবং অবস্থান
[সম্পাদনা]বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে যে নিম্নলিখিত ১২ জন প্রতিযোগী লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।[৫][৬]
কর্মী এবং পৃষ্ঠপোষকতা
[সম্পাদনা]দল | প্রধান কোচ | অধিনায়ক | কিট প্রস্তুতকারক | শার্ট স্পন্সর (বুকে) |
---|---|---|---|---|
এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব | গোলাম রায়হান বাপন | সোহাগী কিস্কু | আমির গ্রুপ | |
বসুন্ধরা কিংস | সৈয়দ গোলাম জিলানি | সাবিনা খাতুন | ক্লাবের তৈরি কিট | বসুন্ধরা গ্রুপ |
বরিশাল ফুটবল একাডেমি | মোঃ আশরাফুল আলম আপেল | এলা মনি | ফরচুন বরিশাল | |
কুমিল্লা ইউনাইটেড | নজরুল ইসলাম বেলাল | রুমকি আকতার | সরকারের ডিজাইন | |
ঢাকা রেঞ্জার্স এফসি | আসিয়া খাতুন বিথী | বন্না | ||
ফরাশগঞ্জ এসসি | ||||
এফসি ব্রাহ্মণবাড়িয়া | মোঃ জহির ইকবাল | মোঃ আইয়ুব আলী | ||
জামালপুর কাচারিপাড়া একাদশ | জাফর আহমেদ | সাদিয়া আক্তার | স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. | |
নাসরিন স্পোর্টিং ক্লাব | ||||
সদ্যপুষ্কুরীনি যুব এসসি | শামীম খান মিসকিন | মোসামত সুলতানা | বার্ড | |
সিরাজ স্মৃতি সংসদ | ||||
উত্তরা এফসি |
লিগ টেবিল
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস | ১১ | ১১ | ০ | ০ | ১০০ | ১ | +৯৯ | ৩৩ | চ্যাম্পিয়ন |
২ | এআরবি কলেজ এসসি | ১১ | ১০ | ০ | ১ | ৭১ | ৫ | +৬৬ | ৩০ | রানার-আপ |
৩ | উত্তরা এফসি মহিলা | ১১ | ৭ | ২ | ২ | ২৫ | ৭ | +১৮ | ২৩ | |
৪ | সিরাজ স্মৃতি সংসদ | ১১ | ৬ | ১ | ৪ | ২৯ | ১৫ | +১৪ | ১৯ | |
৫ | বরিশাল ফুটবল একাডেমী | ১১ | ৫ | ০ | ৬ | ২৪ | ১৮ | +৬ | ১৫ | |
৬ | নাসরিন স্পোর্টিং ক্লাব | ১১ | ৪ | ৩ | ৪ | ১৮ | ৩৯ | −২১ | ১৫ | |
৭ | কুমিল্লা ইউনাইটেড | ১১ | ৩ | ৪ | ৪ | ১২ | ২৬ | −১৪ | ১৩ | |
৮ | সদ্যপুষ্কুরীনি যুব এসসি | ১১ | ৪ | ১ | ৬ | ১৭ | ৩৩ | −১৬ | ১৩ | |
৯ | জামালপুর কাচারিপাড়া একাদশ | ১১ | ৪ | ১ | ৬ | ১২ | ৩৮ | −২৬ | ১৩ | |
১০ | এফসি ব্রাহ্মণবাড়িয়া | ১১ | ৩ | ২ | ৬ | ১৫ | ৪৭ | −৩২ | ১১ | |
১১ | ঢাকা রেঞ্জার্স এফসি | ১১ | ১ | ২ | ৮ | ৬ | ৪৭ | −৪১ | ৫ | |
১২ | ফরাশগঞ্জ এসসি মহিলা | ১১ | ০ | ০ | ১১ | ২ | ৫৫ | −৫৩ | ০ |
ফলাফল
[সম্পাদনা]ফলাফল টেবিল
[সম্পাদনা]রাউন্ড প্রতি অবস্থান
[সম্পাদনা]লিগ শীর্ষ এবং চ্যাম্পিয়ন | |
রানার্স আপ |
রাউন্ড জয়ের ফলাফল
[সম্পাদনা]পরিসংখ্যান
[সম্পাদনা]গোলদাতা
[সম্পাদনা]এই প্রতিযোগিতায় ৬৬টি ম্যাচে ৩৩১টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৫.০২টি গোল (সম্পন্ন তারিখ অনুযায়ী)।
২৫টি গোল
- আকলিমা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
১৯টি গোল
১২টি গোল
১১টি গোল
১০টি গোল
- শাহিদা আক্তার রিপা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- আনুচিং মগিনি (বসুন্ধরা কিংস)
- শামসুন্নাহার জুনিয়র (বসুন্ধরা কিংস)
- সাগরিকা (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
৮টি গোল
- ঋতুপর্ণা চাকমা (বসুন্ধরা কিংস)
- মাতসুশিমা সুমায়া (বসুন্ধরা কিংস)
- আইরিন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
৭টি গোল
- সাদিয়া আক্তার (উত্তরা এফসি মহিলা)
- স্বপ্না রানী (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- লিপি আক্তার (উত্তরা এফসি মহিলা)
৬টি গোল
- নাসরিন (সুদ্দোপুস্কোরিনি যুব এসসি)
- মাহফুজা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- ইলা মনি (বরিশাল ফুটবল একাডেমি)
৫টি গোল
- সানজিদা আক্তার (বসুন্ধরা কিংস)
- তৃষ্ণা রানী (সিরাজ স্মৃতি সংসদ)
- কুরসিয়া জান্নাত (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- সুলতানা (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
৪টি গোল
- মিরোনা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- সিনহা (বরিশাল ফুটবল একাডেমি)
- আফরোজা (জামালপুর কাচারীপাড়া একাদশ)
- কানন (সিরাজ স্মৃতি সংসদ)
- প্রিটি (সিরাজ স্মৃতি সংসদ)
৩টি গোল
- উন্নতি খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- রোজা (কুমিল্লা ইউনাইটেড)
- থুইনুয়ে মারমা (সিরাজ স্মৃতি সংসদ)
- শাহেদা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- মার্জিয়া (বসুন্ধরা কিংস)
- মারিয়া মান্দা (বসুন্ধরা কিংস)
- লিভা (সিরাজ স্মৃতি সংসদ)
- রোজেনা আক্তার (উত্তরা এফসি মহিলা)
- মুনকি (সিরাজ স্মৃতি সংসদ)
২টি গোল
- তহুরা খাতুন (বসুন্ধরা কিংস)
- আঁখি খাতুন (বসুন্ধরা কিংস)
- রুপা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- জয়নব বিবি রিতা (সিরাজ স্মৃতি সংসদ)
- শাহানাগ (জামালপুর কাচাঁরীপাড়া একাদশ)
- আফিদা খন্দকার (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- আমেনা (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- সেলিনা (উত্তরা এফসি মহিলা)
- রুবিনা (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- পারুল (উত্তরা এফসি মহিলা)
- মিতু (সিরাজ স্মৃতি সংসদ )
- কহাতি কিস্কু (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- নওসন জাহান (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- সাজেদা খাতুন (বরিশাল ফুটবল একাডেমী)
- মারুফা (বরিশাল ফুটবল একাডেমী)
- সানজিদা (জামালপুর কাচাঁরীপাড়া একাদশ)
- জান্নাতুল (জামালপুর কাচাঁরীপাড়া একদাশ)
- শিউলি আজিম (বসুন্ধরা কিংস)
- তনিমা বিশ্বাস (উত্তরা এফসি মহিলা)
১টি গোল
- রেহেনা আক্তার (বরিশাল ফুটবল একাডেমি)
- রাপোশসি (বরিশাল ফুটবল একাডেমি)
- তানিয়া (বরিশাল ফুটবল একাডেমি)
- রাফাজা (ঢাকা রেঞ্জার্স এফসি)
- রুপা (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- মনিকা চাকমা (বসুন্ধরা কিংস)
- ক্রানুচিং (ঢাকা রেঞ্জার্স এফসি)
- মুনমুন (উত্তরা এফসি মহিলা)
- আইরিশনা (জামালপুর কাচাঁরীপাড়া একাদশ)
- কাকলি (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- ওয়েশি (সিরাজ স্মৃতি সংসদ)
- রিকি (ফরাশগঞ্জ এসসি মহিলা)
- মারিয়া (কুমিল্লা ইউনাইটেড)
- শিপ্রা (কুমিল্লা ইউনাইটেড)
- রিপা (কুমিল্লা ইউনাইটেড)
- সুমি (কুমিল্লা ইউনাইটেড)
- হালিমা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- রিমা (কুমিল্লা ইউনাইটেড)
- মাচাইউ (কুমিল্লা ইউনাইটেড)
- সিমি (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- ফাতেমা (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- রনি (কুমিল্লা ইউনাইটেড)
- মরিয়ম (ঢাকা রেঞ্জার্স এফসি)
- সোহাগী (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- দীপা (বরিশাল ফুটবল একাডেমি)
- নার্গিস (বসুন্ধরা কিংস)
- তন্নি (উত্তরা এফসি মহিলা)
- রোজা (সিরাজ স্মৃতি সংসদ)
- শিলা (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- কাকলি (বরিশাল ফুটবল একাডেমি)
- সাজেদা (বরিশাল ফুটবল একাডেমি)
- শিখা (বরিশাল ফুটবল একাডেমি)
- পলি (বরিশাল ফুটবল একাডেমি)
- তানিয়া (বরিশাল ফুটবল একাডেমি)
- মাসুরা পারভিন (বসুন্ধরা কিংস)
- রূপনা চাকমা (বসুন্ধরা কিংস)
- মমিতা (সিরাজ স্মৃতি সংসদ)
- ইতি (ঢাকা রেঞ্জার্স এফসি)
- মেহেনাজ (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- শিরিন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- আইরিশনা রানী (জামালপুর কাচাঁরীপাড়া একাদশ)
- চন্দনা (বরিশাল ফুটবল একাডেমি)
- সেনারি চাকমা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- সিন্থিয়া (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মোহনা (ঢাকা রেঞ্জার্স এফসি)
- পূর্ণিমা (কুমিল্লা ইউনাইটেড)
- ট্রাসনা সোরদা (কুমিল্লা ইউনাইটেড)
- সোমালি (ফরাশগঞ্জ এসসি মহিলা)
- শামসুন্নাহার সিনিয়র (বসুন্ধরা কিংস)
উৎস: BFF
আত্মঘাতী গোল
[সম্পাদনা]† ক্লাব ম্যাচের বিজয়ী নির্দেশ করে
খেলোয়াড় | ক্লাব | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ | |
---|---|---|---|---|---|
মনি দাস | ফরাশগঞ্জ এসসি মহিলা | এআরবি স্পোর্টিং ক্লাব | ০–১২ | ১৯ নভেম্বর ২০২২ | |
সোমালি | ফরাশগঞ্জ এসসি মহিলা | এআরবি স্পোর্টিং ক্লাব | ০–১২ | ১৯ নভেম্বর ২০২২ | |
রুমা | সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব | এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব | ১–৮ | ৩ ডিসেম্বর ২০২২ | |
মনি দাস | ফরাশগঞ্জ এসসি মহিলা | ঢাকা রেঞ্জার্স এফসি | ০–২ | ৯ ডিসেম্বর ২০২২ | |
জয়নব | সিরাজ স্মৃতি সংসদ | সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব | ০–১ | ১৪ ডিসেম্বর ২০২২ |
হ্যাট্রিক
[সম্পাদনা]n খেলোয়াড় n গোল করেছেন.
আরো দেখুন
[সম্পাদনা]- ২০২১–২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
- ২০২২ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ
- ২০২২–২৩ স্বাধীনতা কাপ (বাংলাদেশ)
- ২০২২–২৩ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
- ২০২২–২৩ বাংলাদেশ সুপার কাপ
- ২০২২–২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নারী ফুটবল লীগ জমজমাট করতে উদ্যোগ!"। Daily Janakantha। ১৪ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২২।
- ↑ "ইউরোপের আদলে বাংলাদেশের ফুটবলের সূচি"। Daily Prothom Alo। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২২।
- ↑ "লিগ কমিটির দায়িত্ব নিয়েই চমকের ইঙ্গিত সালাউদ্দিনের!"। Offside Desk। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২২।
- ↑ "Bashundhara Kings won the WFL 2020–21 championship title"। www.bff.com.bd। ১৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২২।
- ↑ "নারী লিগে অংশ নিবে ১২ দল!"। Daily Offside Bangladesh। ৪ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২।
- ↑ "Women's Football League begins Nov 15"। www.unb.com.bd। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২।