২০১৯ ক্রিকেট বিশ্বকাপ নকআউট পর্ব
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের নক-আউট পর্বে দুইটি সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ী দলগুলো লর্ডসে চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। প্রথম সেমি-ফাইনাল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ও দ্বিতীয় সেমি-ফাইনাল বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ১৯৯৯ সালের প্রতিযোগিতার ন্যায় নক-আউট খেলাগুলোয় সংরক্ষিত দিন রাখা হয়েছে।[১] এই নিয়ে তৃতীয় বার এজবাস্টন এ এবং চতুর্থ বার ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
২৫ শে জুন ২০১৯, অস্ট্রেলিয়া লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।[২] ভারত ২ জুলাই ২০১৯, এজবাস্টন এ বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে নিজেদের স্থান পোক্ত করে।[৩] পরবর্তী দিন স্বাগতিক ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[৪] এরপর ৫ জুলাই ২০১৯, লর্ডসে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রয়োজনীয় রান রেটের উন্নতি ঘটাতে না পারলে নিউজিল্যান্ড চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্য বিবেচিত হয়।[৫]
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
৯ জুলাই – ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার | ||||||
ভারত | ২২১ | |||||
১৪ জুলাই – লর্ডস, লন্ডন | ||||||
নিউজিল্যান্ড | ২৩৯/৮ | |||||
নিউজিল্যান্ড | ২৪১/৮ | |||||
১১ জুলাই – এজবাস্টন, বার্মিংহাম | ||||||
ইংল্যান্ড | ২৪১ (সুপার ওভার) | |||||
অস্ট্রেলিয়া | ২২৩ | |||||
ইংল্যান্ড | ২২৬/২ | |||||
সেমি-ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টম ল্যাথাম (নিউজিল্যান্ড) ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
- মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৩৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।
- নিউজিল্যান্ড দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে।
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মার্ক উড (ইংল্যান্ড) ৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
- উইকেটের সাথে জনি বেয়ারস্টো, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) টুর্নামেন্টের ২তম উইকেট তুলে নিয়েছিল গ্লেন ম্যাকগ্রাএর ২৬ রেকর্ড তিনি ২০০৭ সেট করেছেন।
- ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মত যোগ্যতা অর্জন করেছে ১৯৯২।
- এই থেকে প্রথমবার ছিল ১৯৯২ ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।
ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সুপার ওভার: ইংল্যান্ড ১৫/০, নিউজিল্যান্ড ১৫/১
- ইংল্যান্ড বাউন্ডারি গণনা নিয়মে জয়লাভ করে (২৬-১৭)।
- এই প্রথমবার মতো একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের বিজয়ী নির্ধারণ করতে সুপার ওভার ব্যবহৃত হয়েছে এবং এটিই প্রথমবার যেখানে সুপার ওভারও টাই হয়।
- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) বিশ্বকাপের একক সংস্করণে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন (৫৭৮ রান)।
- এই প্রথম যে ছিল সুপার ওভার ওয়ানডে ইন্টারন্যাশনালের বিজয়ী নির্ধারণের জন্য ব্যবহার করা হয়েছিল এবং এটি টাই-এ শেষ হওয়া প্রথম।
- ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ জিততে তৃতীয়বারের মত হোস্ট দেশ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Old Trafford to host India-Pakistan World Cup clash"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৮।
- ↑ "Australian left-arm pace barrage rumbles England"। Cricket Australia। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯।
- ↑ "বিশ্বকাপ শেষ হয়ে গেল বাংলাদেশের"। Prothom Alo। ২ জুলাই ২০১৯।
- ↑ "পাকিস্তানকে 'অসম্ভব' লক্ষ্যে ফেলে সেমিতে ইংল্যান্ড"। Prothom Alo। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
- ↑ "New Zealand qualify for CWC19 semi-finals"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।