বিষয়বস্তুতে চলুন

২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ৮ জানুয়ারি – ২২ জানুয়ারি
দল৮ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ২ শহরের ২ মাঠ
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ননেপাল নেপাল (১ম শিরোপা)
রানার-আপ বাহরাইন অনূর্ধ্ব-২৩
পরিসংখ্যান
ম্যাচ১৫
গোল সংখ্যা৩৪ (ম্যাচ প্রতি ২.২৭টি)
শীর্ষ গোলদাতানেপাল নবযুব শ্রেষ্ঠা
(৪ গোল)
সেরা খেলোয়াড়নবযুব শ্রেষ্ঠা


২০১৬ বঙ্গবন্ধু কাপ বা বঙ্গবন্ধু গোল্ডকাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার চতুর্থ আসর। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৬ সালে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যভূক্ত আটটি দল এই আসরে অংশ নেয়। ৮ জানুয়ারি, ২০১৬ তারিখ থেকে ২২ জানুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের দুইটি শহরের দুইটি মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলকে ৩-০ গোলে হারানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় নেপাল।[]

অংশগ্রহণকারী দেশ

[সম্পাদনা]

নিম্নবর্ণিত দেশসমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে:[]

 বাংলাদেশ
 মালয়েশিয়া
   নেপাল
 শ্রীলঙ্কা
 বাহরাইন
 বাংলাদেশ
 কম্বোডিয়া
 মালদ্বীপ

মাঠসমূহ

[সম্পাদনা]

ঢাকা ও যশোরের দুইটি ভিন্ন মাঠে সর্বমোট নয়টি খেলা অনুষ্ঠিত হবে। মাঠগুলো হলো - ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও যশোরের শামসুল হুদা স্টেডিয়াম

ঢাকা সিলেট
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শামসুল হুদা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০ ধারণক্ষমতা: ১২,০০০

কর্মকর্তা

[সম্পাদনা]

রেফারি

[সম্পাদনা]
  • শিবাকর্ণ পা-উদম (থাইল্যান্ড)
  • মোহাম্মদ জালাল উদ্দিন (বাংলাদেশ)
  • ভুবন তরফদার (বাংলাদেশ)
  • হিয়েন টিরাইট নগুয়েন (ভিয়েতনাম)
  • ওমর আল-ইয়াকুব (ওমান)
  • প্রাঞ্জল ব্যানার্জি (ভারত)

খেলার বিবরণ

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 বাংলাদেশ +২
   নেপাল +১
 শ্রীলঙ্কা −২
মালয়েশিয়া ফেলদা ইউনাইটেড −১
বাংলাদেশ ৪-২ শ্রীলঙ্কা
শাখাওয়াত হোসেন রনি গোল ১৭'৮৬'
ইয়াসিন খান গোল ২২'
নাবিব নেওয়াজ জীবন গোল ৪২'
প্রতিবেদন গোল ২১' (পে.) এডিসন ফিগুরাডো
গোল ৫২' ছাথুরাঙ্গা সাঞ্জিওয়া
দর্শক সংখ্যা: ১২,০০০
রেফারি: শিবাকর্ণ পা-উদম (থাইল্যান্ড)

   নেপাল০-০মালয়েশিয়া ফেলদা ইউনাইটেড
দর্শক সংখ্যা: ৬,০০০
রেফারি: মোহাম্মদ জালাল উদ্দিন (বাংলাদেশ)

   নেপাল১-০শ্রীলঙ্কা 
বিমল ঘারতি মাগার গোল ২'
দর্শক সংখ্যা: ৪০০
রেফারি: ভুবন তরফদার (বাংলাদেশ)
বাংলাদেশ ১-১ফেলদা ইউনাইটেড মালয়েশিয়া
মিঠুন গোল ৭৬' গোল ৫৫' হাদিন
দর্শক সংখ্যা: ৬,৪০০
রেফারি: হিয়েন টিরাইট নগুয়েন (ভিয়েতনাম)

ফেলদা ইউনাইটেড মালয়েশিয়া১-২ শ্রীলঙ্কা
এলিয়াস গোল ৮২' গোল ১৯' নিপুনা বান্দারা
গোল ৬৪' ছাথুরাঙ্গা সাঞ্জিওয়া
দর্শক সংখ্যা: ৩০০
রেফারি: ওমর আল ইয়াকুব (ওমান)

বাংলাদেশ ০-০   নেপাল
দর্শক সংখ্যা: ৮,০০০
রেফারি: শিবাকর্ণ পা-উদম (থাইল্যান্ড)

গ্রুপ বি

[সম্পাদনা]
দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 মালদ্বীপ +৩
 বাহরাইন +১
 কম্বোডিয়া −১
 বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ১-১ বাহরাইন
ইউসুফ সিফাত গোল ১৮' গোল ২৩' জসিম আলশাকিখ
দর্শক সংখ্যা: ১১,০০০
রেফারি: প্রাঞ্জল ব্যানার্জি (ভারত)

মালদ্বীপ ৩-২ কম্বোডিয়া
ইসমাইল এসা গোল ৬'
নাইজ হাসান গোল ৩৮'৭৯'
গোল ১৫' সান ভানডেথ
গোল ৪৫+১' টিথ দিনা
দর্শক সংখ্যা: ১০,০০০
রেফারি: ওমর আল ইয়াকুব (ওমান)

বাহরাইন ১-০ কম্বোডিয়া
আবদুল আজিজ গোল ১১'
দর্শক সংখ্যা: ৮০০
রেফারি: মোহাম্মদ জালাল উদ্দিন (বাংলাদেশ)

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ০-২ মালদ্বীপ
গোল ১৬' ইসমাইল এসা
গোল ২২' আহমেদ ইমাজ
দর্শক সংখ্যা: ৩,২০০
রেফারি: ওমর আল ইয়াকুব (ওমান)

বাহরাইন ১-১ মালদ্বীপ
আনোয়ার আলী গোল ৫৮' গোল ১৮' আহমেদ ইমাজ
দর্শক সংখ্যা: ২০০
রেফারি: প্রাঞ্জল ব্যানার্জি (ভারত)

 কম্বোডিয়া১-০ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
টিথ দিনা গোল ৭১'
দর্শক সংখ্যা: ৩,০০০
রেফারি: ওমর আল ইয়াকুব (ওমান)

নক-আউট পর্ব

[সম্পাদনা]
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
১৮ জানুয়ারি, ঢাকা
 
 
 বাহরাইন
 
২২ জানুয়ারি, ঢাকা
 
 বাংলাদেশ
 
   নেপাল
 
১৯ জানুয়ারি, ঢাকা
 
 বাহরাইন
 
 মালদ্বীপ
 
 
   নেপাল
 

সেমি-ফাইনাল

[সম্পাদনা]
বাংলাদেশ ০-১ বাহরাইন
গোল ৪৫+১' ইব্রাহিম আলহোতি
দর্শক সংখ্যা: ৮,০০০
রেফারি: শিবাকর্ণ পা-উদম (থাইল্যান্ড)

মালদ্বীপ ১-৪   নেপাল
আহমেদ নাশিদ গোল ৭' গোল ৩১'৬১'৯০+২' নবযুগ শ্রেষ্ঠা
গোল ৫২' বিশাল রায়
দর্শক সংখ্যা: ৬,০০০
রেফারি: ওমর আল ইয়াকুব (ওমান)

ফাইনাল

[সম্পাদনা]

বিজয়ী

[সম্পাদনা]
 ২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপ 
নেপাল-এর পতাকা
নেপাল
প্রথম শিরোপা

গোলদাতা

[সম্পাদনা]
৪ গোল
৩ গোল
১ গোল

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]
অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট চূড়ান্ত অবস্থান
   নেপাল +৭ ১১ চ্যাম্পিয়ন
বি  বাহরাইন অনূর্ধ্ব-২৩ −১ রানার্স-আপ
বি  মালদ্বীপ সেমিফাইনাল
 বাংলাদেশ (H) +১
বি  কম্বোডিয়া −১ গ্রুপ পর্ব
 শ্রীলঙ্কা −২
মালয়েশিয়া ফেলদা ইউনাইটেড −১
বি  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (H) −৩
উৎস: BFF
(H) স্বাগতিক।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নেপাল চ্যাম্পিয়ন"আমাদের সময়। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  2. "BFF promises major shake-up"The Daily Star Bangladesh (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫