২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ২৯ জানুয়ারি - ৮ ফেব্রুয়ারি, ২০১৫
দল৬ (এএফসিটি কনফেডারেশন থেকে)
মাঠ
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন মালয়েশিয়া (১ম শিরোপা)
রানার-আপ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা১৯ (ম্যাচ প্রতি ২.১১টি)
শীর্ষ গোলদাতামালয়েশিয়া এস. কুমারন
থাইল্যান্ড পাকর্ণ প্রেমপাক
(২ গোল)
সেরা খেলোয়াড়বাংলাদেশ জামাল ভূইয়া


২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার তৃতীয় আসর। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি, ২০১৫ তারিখে বাংলাদেশ ফুটবল দল ও মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের মধ্যকার খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘটে।[১]

১৯৯৯ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৪ সালের শেষদিকে পরবর্তী প্রতিযোগিতা ২০১৫ সালের শুরুতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[২] সর্বমোট ছয়টি দেশের ফুটবল দলের অংশগ্রহণে তৃতীয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[৩] প্রতিযোগিতা শুরুর অল্প কয়েকদিন পূর্বে ফিফা কর্তৃক এ প্রতিযোগিতা অনুমোদন লাভ করে[৪] ও বাফুফে সকল দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।[৫] ফাইনালে বাংলাদেশকে ২-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।

প্রতিযোগিতার ধরন[সম্পাদনা]

গ্রুপ-পর্বে ছয়টি দল দুই গ্রুপ বিভক্ত হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপে তিনটি দল একে-অপরের সাথে একবার খেলবে। উভয় গ্রুপে সর্বমোট তিনটি করে মোট ছয়টি খেলা রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ী দল তিন পয়েন্ট, ড্র হলে এক পয়েন্ট পাবে এবং পরাজিত হলে কোন পয়েন্ট লাভ করবে না। গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে ও বিজয়ী দুই দল ফাইনাল খেলবে।

কর্মকর্তাগণ[সম্পাদনা]

১১ জন রেফারি ও ২ জন ম্যাচ কমিশনার এই টুর্নামেন্ট জন্য ফিফা কর্তৃক নিয়োগ করা হয়।

রেফারি[সম্পাদনা]

  • বাংলাদেশ তৈয়ব শামসুজ্জামান
  • বাংলাদেশ মিজানুর রহমান
  • বাংলাদেশ জালাল উদ্দিন
  • বাংলাদেশ জসিম উদ্দিন
  • বাংলাদেশ ফেরদুর আহমেদ
  • বাংলাদেশ নুরুজ্জামান
  • বাংলাদেশ এমজেডএফ নাহিদ
  • কাতার খমিস মোহাম্মদ এসএ আল-মারি
  • ইরান বনিয়াদিফার্দ মুদ আব্বাসালি
  • চীনা তাইপেই এইচএসইউ মিন-ইউ

ম্যাচ কমিশনার[সম্পাদনা]

  • বাংলাদেশ মনিরুল ইসলাম
  • ভারত কর্নেল অবসরপ্রাপ্ত গৌতম কর

মাঠসমূহ[সম্পাদনা]

ঢাকা সিলেট
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সিলেট জেলা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০ ধারণক্ষমতা: ১৮,০০০

অংশগ্রহণকারী দেশ[সম্পাদনা]

নিম্নবর্ণিত ছয়টি দেশের ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে:[৬]

এ-গ্রুপ
 বাংলাদেশ
 মালয়েশিয়া
 শ্রীলঙ্কা
বি-গ্রুপ
 থাইল্যান্ড
 সিঙ্গাপুর
 বাহরাইন

গ্রুপ পর্ব[সম্পাদনা]

এ-গ্রুপ[সম্পাদনা]

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 মালয়েশিয়া +৩
 বাংলাদেশ
 শ্রীলঙ্কা −৩
বাংলাদেশ ০ – ১ মালয়েশিয়া
প্রতিবেদন মোহাম্মদ সাইওয়ার গোল ৫৩'

মালয়েশিয়া ২ – ০ শ্রীলঙ্কা
এজাওয়ারি গোল ৪৫+২'
রিদজুয়ান গোল ৬০'
প্রতিবেদন

বি-গ্রুপ[সম্পাদনা]

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 থাইল্যান্ড +৪
 সিঙ্গাপুর −১
 বাহরাইন −৩
 সিঙ্গাপুর২ – ৩থাইল্যান্ড 
ইকরাম রিফনি বিন মোহাম্মদ ইয়াজিদ গোল ৪৯'
তৌফিক বিন সুপার্নো গোল ৫৩'
প্রতিবেদন সেনসোমাইয়াদ আদিসাক গোল ৬'
শ্রীনাওং চায়াওয়াত গোল ৩১'
পার্মপাক পাকর্ন গোল ৮০'


 থাইল্যান্ড৩ – ০বাহরাইন 
সালেহ গোল ৪০' (আ.গো.)
পার্মপাক গোল ৫২' (পে.)
পিমকুন গোল ৫৬'
প্রতিবেদন

নক-আউট পর্ব[সম্পাদনা]

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৫ ফেব্রুয়ারি, সিলেট
 
 
 মালয়েশিয়া অ-২২
 
৮ ফেব্রুয়ারি, ঢাকা
 
 সিঙ্গাপুর অ-২২
 
 মালয়েশিয়া অ-২২
 
৬ ফেব্রুয়ারি, ঢাকা
 
 বাংলাদেশ
 
 থাইল্যান্ড অ-২২
 
 
 বাংলাদেশ
 

সেমি-ফাইনাল[সম্পাদনা]

সিঙ্গাপুর ০ – ১মালয়েশিয়া 
প্রতিবেদন এস. কুমারন গোল ৫০'

ফাইনাল[সম্পাদনা]

বাংলাদেশ ২ – ৩মালয়েশিয়া 
এমিলি গোল ৪৯'
ইয়াসিন গোল ৫৫'
নাজিরুল গোল ৩১'
কুমাহ্রান গোল ৪০'
ফাইজাত গোল ৯১+'

সন্মাননা[সম্পাদনা]

গোলদাতা[সম্পাদনা]

২ গোল
আত্মঘাতী
  • বাহরাইন সালেহ আবদুল্লাহ

সম্প্রচারস্বত্ত্ব[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangabandhu Gold Cup Squad declared"বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫ 
  2. "BFF outlines Bangabandhu Gold Cup in Jan"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৪। ১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪ 
  3. "'CMG offers lucrative'"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৪ 
  4. "ফিফার স্বীকৃতি পেল বঙ্গবন্ধু গোল্ডকাপ"bhorerkagoj। ২১ জানুয়ারি ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫ 
  5. "SL confirmed as sixth team"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৫ 
  6. "Gold Cup opener in Sylhet, final in Dhaka"The Daily Star Bangladesh (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]