২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপ
![]() | |
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখ | ২৯ জানুয়ারি - ৮ ফেব্রুয়ারি, ২০১৫ |
দল | ৬ (এএফসিটি কনফেডারেশন থেকে) |
মাঠ | ২ |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৯ |
গোল সংখ্যা | ১৯ (ম্যাচ প্রতি ২.১১টি) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() (২ গোল) |
সেরা খেলোয়াড় | ![]() |
২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার তৃতীয় আসর। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি, ২০১৫ তারিখে বাংলাদেশ ফুটবল দল ও মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের মধ্যকার খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘটে।[১]
১৯৯৯ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৪ সালের শেষদিকে পরবর্তী প্রতিযোগিতা ২০১৫ সালের শুরুতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[২] সর্বমোট ছয়টি দেশের ফুটবল দলের অংশগ্রহণে তৃতীয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[৩] প্রতিযোগিতা শুরুর অল্প কয়েকদিন পূর্বে ফিফা কর্তৃক এ প্রতিযোগিতা অনুমোদন লাভ করে[৪] ও বাফুফে সকল দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।[৫] ফাইনালে বাংলাদেশকে ২-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
প্রতিযোগিতার ধরন[সম্পাদনা]
গ্রুপ-পর্বে ছয়টি দল দুই গ্রুপ বিভক্ত হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপে তিনটি দল একে-অপরের সাথে একবার খেলবে। উভয় গ্রুপে সর্বমোট তিনটি করে মোট ছয়টি খেলা রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ী দল তিন পয়েন্ট, ড্র হলে এক পয়েন্ট পাবে এবং পরাজিত হলে কোন পয়েন্ট লাভ করবে না। গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে ও বিজয়ী দুই দল ফাইনাল খেলবে।
কর্মকর্তাগণ[সম্পাদনা]
১১ জন রেফারি ও ২ জন ম্যাচ কমিশনার এই টুর্নামেন্ট জন্য ফিফা কর্তৃক নিয়োগ করা হয়।
রেফারি[সম্পাদনা]
তৈয়ব শামসুজ্জামান
মিজানুর রহমান
জালাল উদ্দিন
জসিম উদ্দিন
ফেরদুর আহমেদ
নুরুজ্জামান
এমজেডএফ নাহিদ
খমিস মোহাম্মদ এসএ আল-মারি
বনিয়াদিফার্দ মুদ আব্বাসালি
এইচএসইউ মিন-ইউ
ম্যাচ কমিশনার[সম্পাদনা]
মাঠসমূহ[সম্পাদনা]
ঢাকা | সিলেট | ||
---|---|---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | সিলেট জেলা স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৩৬,০০০ | ধারণক্ষমতা: ১৮,০০০ | ||
অংশগ্রহণকারী দেশ[সম্পাদনা]
নিম্নবর্ণিত ছয়টি দেশের ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে:[৬]
এ-গ্রুপ |
---|
![]() |
![]() |
![]() |
বি-গ্রুপ |
![]() |
![]() |
![]() |
গ্রুপ পর্ব[সম্পাদনা]
এ-গ্রুপ[সম্পাদনা]
দল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
২ | ২ | ০ | ০ | ৩ | ০ | +৩ | ৬ |
![]() |
২ | ১ | ০ | ১ | ১ | ১ | ০ | ৩ |
![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৩ | −৩ | ০ |
বাংলাদেশ ![]() | ০ – ১ | ![]() |
---|---|---|
প্রতিবেদন | মোহাম্মদ সাইওয়ার ![]() |
মালয়েশিয়া ![]() | ২ – ০ | ![]() |
---|---|---|
এজাওয়ারি ![]() রিদজুয়ান ![]() |
প্রতিবেদন |
বি-গ্রুপ[সম্পাদনা]
দল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
২ | ২ | ০ | ০ | ৬ | ২ | +৪ | ৬ |
![]() |
২ | ০ | ১ | ১ | ২ | ৩ | −১ | ১ |
![]() |
২ | ০ | ১ | ১ | ০ | ৩ | −৩ | ১ |
![]() | ২ – ৩ | থাইল্যান্ড ![]() |
---|---|---|
ইকরাম রিফনি বিন মোহাম্মদ ইয়াজিদ ![]() তৌফিক বিন সুপার্নো ![]() |
প্রতিবেদন | সেনসোমাইয়াদ আদিসাক ![]() শ্রীনাওং চায়াওয়াত ![]() পার্মপাক পাকর্ন ![]() |
![]() | ৩ – ০ | বাহরাইন ![]() |
---|---|---|
সালেহ ![]() পার্মপাক ![]() পিমকুন ![]() |
প্রতিবেদন |
নক-আউট পর্ব[সম্পাদনা]
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
৫ ফেব্রুয়ারি, সিলেট | ||||||
![]() | ১ | |||||
৮ ফেব্রুয়ারি, ঢাকা | ||||||
![]() | ০ | |||||
![]() | ৩ | |||||
৬ ফেব্রুয়ারি, ঢাকা | ||||||
![]() | ২ | |||||
![]() | ০ | |||||
![]() | ১ | |||||
সেমি-ফাইনাল[সম্পাদনা]
সিঙ্গাপুর ![]() | ০ – ১ | মালয়েশিয়া ![]() |
---|---|---|
প্রতিবেদন | এস. কুমারন ![]() |
বাংলাদেশ ![]() | ১ – ০ | ![]() |
---|---|---|
নাসির ![]() |
প্রতিবেদন |
ফাইনাল[সম্পাদনা]
বাংলাদেশ ![]() | ২ – ৩ | মালয়েশিয়া ![]() |
---|---|---|
এমিলি ![]() ইয়াসিন ![]() |
নাজিরুল ![]() কুমাহ্রান ![]() ফাইজাত ![]() |
সন্মাননা[সম্পাদনা]
- চ্যাম্পিয়ন :
মালয়েশিয়া অনূর্ধ্ব-২২
- রানার্স আপ :
বাংলাদেশ
- টুর্নামেন্ট সেরা :
জামাল ভূইয়া
গোলদাতা[সম্পাদনা]
- ২ গোল
এস. কুমারন
পাকর্ণ প্রেমপাক
|
|
|
- আত্মঘাতী
সম্প্রচারস্বত্ত্ব[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Bangabandhu Gold Cup Squad declared"। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫।
- ↑ "BFF outlines Bangabandhu Gold Cup in Jan"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৪। ১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- ↑ "'CMG offers lucrative'"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৪।
- ↑ "ফিফার স্বীকৃতি পেল বঙ্গবন্ধু গোল্ডকাপ"। bhorerkagoj। ২১ জানুয়ারি ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫।
- ↑ "SL confirmed as sixth team"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৫।
- ↑ "Gold Cup opener in Sylhet, final in Dhaka"। The Daily Star Bangladesh (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৫।