হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
মূল শিরোনাম | হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ |
প্রচ্ছদ শিল্পী | উত্তম সেন |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | প্রবচন |
ধরন | প্রবচন |
প্রকাশিত | ফেব্রুয়ারি ১৯৯২ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | ছাপা (হার্ডকভার) |
পৃষ্ঠাসংখ্যা | ৬৪ (তৃতীয় সংস্করণ) |
আইএসবিএন | ৯৮৪৭০০০৬০০৮১৩ আইএসবিএন বৈধ নয় |
হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদ রচিত প্রবচন সংকলন। ফেব্রুয়ারি ১৯৯২ সালে (ফাল্গুন, ১৩৯৮ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে সর্বমোট ২০০টি প্রবচন যুক্ত হয়েছে। আজাদ সংকলনটি হুমায়ুন আজাদ গুস্তাভ ফ্লোবের প্রবচনগুচ্ছের অনুকরণে এ গ্রন্থটি সংকলন প্রণয়ন করেন। লেখক এটি উৎসর্গ করেছেন অধ্যাপক কবির মজুমদারকে।
বিবরণ[সম্পাদনা]
“ | মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। | ” |
— প্রবচনগুচ্ছ ১, পৃষ্ঠা ২২ |