গুস্তাভ ফ্লোবের
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
![]() |
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
গুস্তাভ ফ্লোবের Gustave Flaubert | |
---|---|
![]() ওজেন জিরো-র অঙ্কিত প্রতিকৃতিতে গুস্তাভ ফ্লোবের, আনুমানিক ১৮৫৬ খ্রিস্টাব্দ | |
জন্ম | রুঅঁ, বুরবোঁ প্রত্যাবর্তন | ১২ ডিসেম্বর ১৮২১
মৃত্যু | ৮ মে ১৮৮০ ক্রোয়াসে (কঁতল্য), রুঅঁ, তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র | (বয়স ৫৮)
সমাধিস্থল | রুঅঁ স্মৃতিসম্ভ সমাধিস্থল |
পেশা | ঔপন্যাসিক |
ধরন | কল্পকাহিনীমূলক গদ্য |
সাহিত্য আন্দোলন | বাস্তববাদ, রোমান্টিকবাদ |
স্বাক্ষর | ![]() |
গুস্তাভ ফ্লোবের (ফরাসি: Gustave Flaubert; আ-ধ্ব-ব: [ɡystav flobɛʁ]; ১২ই ডিসেম্বর ১৮২১ – ৮ই মে ১৮৮০) একজন ফরাসি ঔপন্যাসিক ছিলেন। অত্যন্ত প্রভাবশালী এই সাহিত্যিক ফ্রান্সে সাহিত্যিক বাস্তববাদের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। তিনি ১৮৫৭ সালে লেখা তাঁর প্রথম উপন্যাস মাদাম বোভারি-র জন্য বিশেষ খ্যাতিলাভ করেন। এছাড়া তাঁর চিঠিপত্রের সঙ্কলন কোরেসপঁদঁস ও শৈলী ও নান্দনিকতার দিকে অনুপুঙ্খ নজরদারির জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন। বিখ্যাত ফরাসি ছোট গল্প লেখক গি দ্য মোপাসঁ তাঁর শিষ্য ছিলেন।