শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা
লেখকহুমায়ুন আজাদ
প্রচ্ছদ শিল্পীসমর মজুমদার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশিতফেব্রুয়ারি, ২০০২
প্রকাশকআগামী প্রকাশনী
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা১২৮[১]
আইএসবিএন৯৮৪-৭০০-০৬০৬৮-৬ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: দৈর্ঘ্য
ওসিএলসি৫১১৬৪০৮১
পূর্ববর্তী বইফালি ফালি ক'রে কাটা চাঁদ (২০০১) 
পরবর্তী বই১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ (২০০৩) 

শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা বাংলাদেশী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস[২] ফেব্রুয়ারি, ২০০২ সালে[৩] (ফাল্গুন, ১৪০৮ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। হুমায়ুন আজাদ এই উপন্যাস উৎসর্গ করেছেন "পদ্মাপার, তার রাখালি"-কে।"।[৪]

সারাংশ

অবসর নিয়েছেন সরকারি কর্মকর্তা আবুল ওরফে কাশেম হাওলাদার কিন্তু এই অবসর যেন গলার কাঁটার মতো বেঁধে আছে তার কাছে,কোনো ভাবেই ভালো থাকতে পারছেন না তিনি। জীবনের আনন্দের উৎসব যেন হাওয়ায় মিলিয়ে গিয়ে তৈরি করছে নিত্যনতুন সংকট। আবুল সাহেবের প্রকাশ্য বন্ধু আর গোপন শত্রু মারা গিয়েছে বয়সের ফাঁদে পড়ে, এবার বুঝি আবুল ও যায় এমন কুডাক ডেকে ওঠে মন। এমন ই এক সময় শ্রাবণের কোনোএক রাতে বাড়ি থেকে বের হয়ে আসেন আবুল সাহেব। সেদিন শ্রাবণের বৃষ্টিতে ভিজে নিজেকে করেন শুদ্ধতম আর বাড়ি ফিরে আসার সময় নিয়ে আসেন দু'টি রক্তজবা। একজন আমলা রাতদুপুরে বৃষ্টিতে ভিজে ফুল নিয়ে বাসায় উপস্থিত হলে তা সবার মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে। এদিকে,আমলা আবুল জীবন কে নিয়ে নতুনভাবে ভাবতে শেখে, তার মনে পড়ে কৈশোরে সে কত চমৎকার সময় কাটিয়েছে, প্রকৃতির কতো নিবিড়ে ছিলো তার অবস্থান,তার মনে হতে থাকে "নদী আমাদের জীবনের অংশ,মেঘ আমাদের জীবনের অংশ,ঝিঁঝির ডাক আমাদের জীবনের অংশ। " বিগত জীবনের নানা ভাবনা তাকে বিব্রত করে তার স্ত্রীর কাছে, হতাশ করে তার ছেলে, তাকে পাগল ভাবে তার মেয়ে। এক আমলার শ্রাবণের রাতে হামলা আর আত্মসমালোচনা ই এ উপন্যাসের ভিত্তিমূল।[১]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা"রকমারি.কম। ২০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০১৪ 
  2. "শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা"। dkagencies.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০১৪ 
  3. মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, হুমায়ুন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. হুমায়ুন আজাদ (ফেব্রুয়ারি ২০০২)। শ্রাবণের বৃষ্টিতে রক্তজবাঢাকা: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫। আইএসবিএন 984-700-06068-6 

বহিঃসংযোগ