সিটিজেনস ব্যাংক পিএলসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিটিজেনস ব্যাংক পিএলসি
ধরনবেসরকারি ব্যাংক
প্রতিষ্ঠাকাল১৫ ডিসেম্বর, ২০২০
সদরদপ্তর২ চিনি শিল্প ভবন, ৭৬-সি/এ মতিঝিল, ঢাকা - ১০০০, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
তৌফিকা আফতাব (চেয়ারম্যান) [১]
মালিকএডভোকেট আনিসুল হক (এম পি, আইনমন্ত্রী)
ওয়েবসাইটwww.citizensbankbd.com (ইংরেজি)

সিটিজেনস ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক। ২০২০ সালে ১৫ ডিসেম্বর থেকে সিটিজেনস ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় ও একে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০২০ সালের ১৫ ডিসেম্বর, ব্যাংকটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। পরে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে 'সিটিজেনস ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়। এর আগে পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ ব্যাংকের একাধিক পর্ষদ সভায় সময় বৃদ্ধির আবেদন করেছিল ব্যাংকটি।[৩] প্রয়োজনীয় শর্ত পূরণের পর ২০২০ সালে বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড সভায় সিটিজেনস ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সিটিজেনস ব্যাংক কর্তৃপক্ষকে দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেয়া হয়।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]