রিজাল শাস্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আসমাউর রিজাল বা ইলমুর রিজাল বা রিজাল শাস্ত্র (আরবি: اسماء الرجال), যা ইংরেজিতে Biographical evaluation বা জীবনী/জীবনবৃত্তান্ত মূল্যায়ন/মান যাচাইকরণ হল ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস আল হাদিস সম্পর্কিত এক বিশেষ 'চরিত বিজ্ঞান'। ইসলাম ধর্মের অনুসারীদের নবি ও রাসুল মুহাম্মাদ এর প্রদত্ত ধর্মীয় পথনির্দেশনা , তার আদেশ নিষেধ উপদেশ কথা-কাজ ও মৌনসম্মতির বর্ণিত রুপ আল হাদিস সমুহের বর্ণনাকারীদের গ্রহণযোগ্যতার সঠিকত্ব মান যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সুবিজ্ঞ হাদিসবেত্তাগণ যুগে যুগে তাদের মেধা ও মনন দিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ আর বিস্তর গবেষণায় হাদিস সংরক্ষণের জন্য যে বিশেষ শাস্ত্র উদ্ভাবন করেন তার নাম আসমাউর রিজাল বা রিজাল শাস্ত্র। ইলমে হাদিসের বহুবিধ শাখার মধ্যে এটি অন্যতম।

শব্দগত পরিচয়[সম্পাদনা]

আসমাউর রিজাল কথাটি আরবি দু'টি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে যেমন : اسماء الرجال - এর প্রথম শব্দটি 'আসমা' ( اسماء ) এটি 'ইসম্' ( اسم ) শব্দের বহুবচন যার অর্থ : 'নাম সমুহ' । আর দ্বিতীয় শব্দটি 'রিজাল' ( رجال ) এটি 'রাজুল' ( رجل ) শব্দের বহুবচন - যার অর্থ হল 'ব্যক্তিবর্গ' ।[১][২] সুতরাং আসমাউর রিজাল ( اسماء الرجال ) কথাটির অর্থ হল : 'ব্যক্তিবর্গের নামসমুহ' । আর এখানে 'ব্যক্তিবর্গ' বলতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর হাদিস সমুহ যারা বর্ণনা করেছেন - ঐসব বর্ণনাকারীগণই এই 'রিজাল' শব্দের অন্তর্ভুক্ত । তাদের গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নিরুপনে তাদেরকে নিয়েই রচিত হয়েছে এই চরিত বিজ্ঞান ।[৩]

পারিভাষিক সংজ্ঞা[সম্পাদনা]

যে শাস্ত্রে রাবীগণের ( হাদিস বর্ণনাকারীদের ) জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তাকে ইলমে আসমাউর রিজাল বলা হয় ।[১][৪]

উৎপত্তি ও ক্রমবিকাশ[সম্পাদনা]

ইলমে হাদিসের খেদমত আঞ্জাম দিতে গিয়ে হাদিসের রাবীদের পরিচয় জানা ও তাদের মানগত স্থান নিরুপণ করতে শত সহস্র মনীষী তাদের স্বীয় জীবন উৎসর্গ করেছেন । তারা দেশে দেশ পায়ে হেঁটে দূর দূরান্ত অতিক্রম করেন । গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে রাবীদের (হাদিস বর্ণনাকারী) সাথে সাক্ষাৎ করে বর্ণনার সকল তথ্য সংগ্রহ করেন । যেসব রাবী তথ্য অনুসন্ধানকারীদের সমসাময়ীক ছিলেননা , তাদের সম্পর্কে তাদের সমসাময়িক অথবা তাদের মাধ্যমে আরও পূর্ববর্তীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন । এভাবে ইলমে হাদিসের গৌরবান্বিত যে শাখাটি অস্তিত্বে আসে তা-ই 'আসমাউর রিজাল' বা রিজাল শাস্ত্র নামে অভিহিত ।

রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ পণ্ডিতগণ[সম্পাদনা]

গ্রন্থাবলি[সম্পাদনা]

আসমাউর রিজাল-এর উপর এ পর্যন্ত অসংখ্য বই রচিত হয়েছে । শুধু এই বিষয়ের বইগুলো যদি একত্রে সংগৃহীত করে কোথাও রাখা হয় - দৈর্ঘ্য-প্রস্থে স্থান সংকুলানে বিশাল আয়তনে একটি বড় লাইব্রেরির প্রয়োজন হবে এতে কোন সন্দেহ নাই । এ সম্পর্কিত উল্লেখযোগ্য প্রসিদ্ধ কিছু গ্রন্থের নাম নিম্নে প্রদত্ত হলো ।

সাধারণ গ্রন্থাবলি[সম্পাদনা]

এতে সাহাবি অ-সাহাবি , সিকাহ্ ও যঈফ সকল শ্রেনির রাবীর (বর্ণনাকারী) সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে । এদের জীবনের খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে এতে তুলে ধরা হয়েছে ।

  • আত-তাবাকাতুল কুবরা - এ গ্রন্থের প্রণেতা হলেন মুহাম্মাদ ইবনে সা'দ (মৃত্যু : ২৩০ / ৮৪৫ ) পাঠক ও গবেষক মহলে এটি তাবাকাত ইবনে সা'দ নামে পরিচিত ।
  • কিতাবুত-তাবাকাত - এটির রচয়িতা হলেন আলী ইবনুল মাদীনী (র) (মৃত : ২৩৪/৮৪৯) ।
  • কিতাবুত-তাবাকাত - এটি রচনা করেন খলিফা ইবনে খাইয়াত (র) ( মৃত: ২৪০/৮৫৪) ।
  • আত-তারিখুল কাবির - এ গ্রন্থটি প্রণয়ন করেন ইমাম বুখারী (মৃ: ২৫৬ / ৮৭০) । গ্রন্থটি বর্ণনাক্রমিক ভাবে সাজানো ।
  • কিতাবুত-তারিখ - এর রচয়িতা হলেন ইবনে আবু খাইসামা যুহাইর ইবনে হারব আল-বাগদাদি (মৃ: ২৭৯ / ৮৯২) । গ্রন্থটি বার খণ্ডে বিভক্ত । এটি রিজাল শাস্ত্রের একটি বিরাট গ্রন্থ ।
  • কিতাবুত-তারিখ
  • আত-তামঈয
  • কিতাবুল জারহি ওয়াত তা'দিল
  • কিতাবুল জারহি ওয়াত তা'দিল
  • কিতাবুল ওয়াহাম ওয়াল ইহাম
  • আল-ই'তিবার
  • আল-ইরশাদ
  • মিজানুল ই'তিদাল
  • আত-তাকমিল ফি আসমাইস সিকাত ওয়ায যু'আফা
  • আত-তাকমিল ফি মা'রিফাতিস সিকাত ওয়ায যু'আফা ওয়াল মাজাহিল
  • তাবাকাতুল মুহাদ্দিসীন
  • আল-কামাল ফি মা'রিফাতির রিজাল
  • তাহযিবুল কামাল ফি আসমাইর রিজাল
  • তাহযিবুত তাহযিব
  • তাহযিবুত তাহযিব
  • লিসানুল মিজান - ইবনে হাজার আসকালানী ।
  • আল-মুগনী - গ্রন্থটির রচয়িতা হলেন শায়খ মুহাম্মাদ তাহির পাট্টনী সিন্ধী (মৃত্যু : ৯৮৬ / ১৫৭৮) হরকতসহ নির্ভুলভাবে রাবীগণের নামসমুহ এতে উল্লিখিত হয়েছে ।

বিশেষ গ্রন্থাবলি[সম্পাদনা]

এতে সাহাবি , সিকাহ্ বা যঈফ এরকম আলাদা আলাদা শুধু এক শ্রেনির রাবীগণের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হাদীস অধ্যায়নের মূলনীতি, পৃষ্ঠা : ১০৯ ; - আবুল ফাতাহ মুহা.ইয়াহইয়া , আল মাকতাবাতুল আযহার , ১২৮ আদর্শ নগর, মধ্য বাড্ডা ঢাকা ।
  2. دهخدا، علی‌اکبر. لغت‌نامه، ج ۷. ذیل «رجال»؛
  3. রিজাল শাস্ত্র ও জাল হাদীসের ইতিবৃত্ত - ড: মুহাম্মদ জামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
  4. নুর মুহাম্মদ আজমী - হাদীসের তত্ত্ব ও ইতিহাস ; এমদাদিয়া লাইব্রেরি, ঢাকা  ; ৪র্থ প্রকাশ ১৯৯২ খ্রিঃ, পৃষ্ঠা - ৪ ।