সরাইকেল্লা

স্থানাঙ্ক: ২২°৪৩′ উত্তর ৮৫°৫৭′ পূর্ব / ২২.৭২° উত্তর ৮৫.৯৫° পূর্ব / 22.72; 85.95
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১] ঝাড়খণ্ড-এ অবস্থিত
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১] ভারত-এ অবস্থিত
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১]
ঝাড়খণ্ড রাজ্যে সরাইকেল্লার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′ উত্তর ৮৫°৫৭′ পূর্ব / ২২.৭২° উত্তর ৮৫.৯৫° পূর্ব / 22.72; 85.95
রাষ্ট্র India
রাজ্যঝাড়খণ্ড
জেলাসরাইকেল্লা খরসোয়াঁ
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
ডাক সূচক সংখ্যা৮৩৩২১৯
টেলিফোন কোড০৬৫৯৭
যানবাহন নিবন্ধনJH-22 (জেএইচ-২২)
দাপ্তরিক ভাষা[২]হিন্দি
সহ-দাপ্তরিক ভাষাবাংলা, সাঁওতালি, ওড়িয়া, কুরুখ, মুন্ডারি, খরিয়া, নাগপুরী, পঞ্চপরগনিয়া, খোট্টা [৩]

সরাইকেল্লা, পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলার প্রশাসনিক সদর দফতর৷ পূর্বে এটি ঝাড়খণ্ডের পূর্বতন পশ্চিম সিংভূম জেলার একটি পুরসভা ছিলো৷ শহরটি একসময়ে ওড়িয়া সরাইকেল্লা দেশীয় রাজ্যের রাজধানী ছিলো৷ শহরটি একটি জাতীয়সড়ক জংশন এছাড়া এখানে রয়েছে কৃষি বিপণন কেন্দ্র, তাম্র আকরিক শোধনাগার৷ নিকটেই রয়েছে লোহা, তামা এসবেস্টস ও চুনাপাথর উত্তোলনের খনি৷ এটি জামশেদপুরচাইবাসা শহর দুটির সড়ক দূরত্বের মধ্যবর্তী স্থানে অবস্থিত৷

ভূগোল[সম্পাদনা]

সরাইকেল্লা শহরটি দক্ষিণ ঝাড়খণ্ডের কোলহান বিভাগ দিয়ে বয়ে যাওয়া খড়কাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত৷ এটি জামশেদপুর শহরের সাথে সড়ক পথে যুক্ত৷ [৪]

ইতিহাস[সম্পাদনা]

দেশীয় রাজ্য[সম্পাদনা]

সরাইকেল্লা রাজ্য ছিলো ব্রিটিশ ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ এটি উড়িষ্যার দেশীয় রাজ্যগোষ্ঠীর মধ্যে অবস্থিত ছিলো, যা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত একটি পূর্বতন স্বাধীন দেশীয় রাজ্য। [৫] রাজ্যটির রাজধানী ছিলো এই শহরে৷ মোটামুটিভাবে ১১৬৩ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রাজ্যের ১৯০১ খ্রিস্টাব্দের নথি অনুসারে বার্ষিক রাজস্বের পরিমাণ ছিলো ৯২,০০০ ভারতীয় মুদ্রা৷ এটি ছোটনাগপুরের নয়টি দেশীয় রাজ্যের একটি, যা বেঙ্গল প্রেসিডেন্সির অধীনস্থ ছিলো৷ [৬] রাজ্যটির শেষ শাসক রাজা আদিত্যপ্রতাপ সিংহদেও ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৮ই মে তারিখে রাজ্যটি ভারতীয় অধিরাজ্যে যোগদান করার সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷

সংস্কৃতি[সম্পাদনা]

সরাইকেল্লা ছৌ নাচের জন্য বিখ্যাত৷ [৭] এটি ওড়িয়া এবং হো উভয় জাতির মিশেলে তৈরী একটি শিল্প কলা৷ এছাড়া একাধিক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পূর্বতন রাজার রাজপ্রাসাদ, কুদরসাই মন্দির, অতিথিশালা, শিব মন্দির এবং একাধিক সাংস্কৃতিক স্থল৷ রথ যাত্রা এবং দুর্গাপূজা যথেষ্ট ধুমধাম করে পালন করা হয়৷

জনতত্ত্ব[সম্পাদনা]

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে [৮] সরাইকেল্লা শহরের জনসংখ্যা ২৬,১৪৫ জন৷ জনসংখ্যার ৫৩ শতাংশ পুরুষ ও ৪৭ শতাংশ নারী৷ শহরটির মোট সাক্ষরতার হার ৭০ শতাংশের মতো যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৮ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৬১ শতাংশ৷ সরাইকেল্লার জনসংখ্যার ১২ শতাংশ ছয় বৎসর অনূর্ধ্ব৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২০ 
  2. "Report of the Commissioner for linguistic minorities: 50th report (July 2012 to June 2013)" (পিডিএফ)। Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India। ৮ জুলাই ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪ 
  3. "Account Suspended"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২০ 
  4. https://www.telegraphindia.com/amp/jharkhand/teenagers-body-found-in-river-residents-allege-rape/cid/1782693
  5. Imperial Gazetteer2 of India, Volume 22, page 83 – Imperial Gazetteer of India – Digital South Asia Library। Dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১২ 
  6. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Chota Nagpur"। ব্রিটিশ বিশ্বকোষ6 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 272। 
  7. Williams 2004, পৃ. 83-84, is a semi classical Indian dance with martial, tribal and folk origins. The other major classical Indian dances are: Bharatanatyam, Kathak, Kuchipudi, Kathakali, Odissi, Manipuri, Satriya, Yaksagana and Bhagavata Mela।
  8. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১