সমব্রেরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমব্রেরো

সম্‌ব্রেরো (স্পেনীয় ভাষায়: Sombrero) একধরনের স্পেনীয় "টুপি"। বিশ্বের অন্যত্র এই শব্দ দিয়ে এক বিশেষ ধরনের টুপি বা হ্যাটকে বোঝায় যেগুলি মেক্সিকো, স্পেন ও দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত। সম্‌ব্রেরোর মাথা বেশ উঁচু এবং ধারগুলি অস্বাভাবিকরকম চওড়া হয়। ধারণা করা হয় সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই মেক্সিকোতে ১৬শ শতকের দিকে সমব্রেরোর উদ্ভব ঘটে। গরিব কৃষকেরা খড়ের তৈরি সমব্রেরো আর ধনী হিস্পানিক লোকেরা ফেল্ট কাপড়ের তৈরি সমব্রেরো পরেন। লোকউৎসব ছাড়া আধুনিক শহুরে পরিবেশে এটির দেখা মেলে না বললেই চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কাউবয় বা রাখালেরা সমব্রেরোর ধারণা থেকে কাউবয় হ্যাট উদ্ভাবন করে।

সমব্রেরো শব্দটি সম্ভবত স্পেনীয় শব্দ সম্ব্রা sombra থেকে এসেছে, যার অর্থ ছায়া। মেক্সিকোর বাইরের স্পেনীয়ভাষীরা একে sombrero mexicano বা মেক্সিকান টুপি বলে ডাকেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]