লোজান মেট্রো
লোজান মেট্রো | |||
---|---|---|---|
![]() | |||
সংক্ষিপ্ত বিবরণ | |||
অবস্থান | লোজান, ভো, সুইজারল্যান্ড | ||
পরিবহনের ধরন | হালকা রেল এবং দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা[১] | ||
লাইনের (চক্রপথের) সংখ্যা | ২ | ||
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ২৮ | ||
বাৎসরিক যাত্রীসংখ্যা | 40.8 million (2013)[২] | ||
ওয়েবসাইট | Transports Lausannois (TL) (ফরাসি) | ||
চলাচল | |||
চালুর তারিখ | ১৯৯১ | ||
পরিচালক সংস্থা | TL | ||
কারিগরি তথ্য | |||
মোট রেলপথের দৈর্ঘ্য | M1: ৭.৮ কিমি (৪.৮ মা)[২] M2: ৫.৯ কিমি (৩.৭ মা)[২] ১৩.৭ কিমি (৮.৫ মা) (Total) | ||
রেলপথের গেজ | ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) আদর্শ গেজ | ||
|
লোজান মেট্রো (ফরাসি: Métro de Lausanne মেত্রো দ্য লোজান) সুইজারল্যান্ডের লোজান শহরকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। দুইটি ভিন্ন ভিন্ন কোম্পানি ব্যবস্থাটির মালিক এবং ৩য় একটি কোম্পানি এটির পরিচালনার দায়িত্বে রত। এই মেট্রোতে দুইটি লাইন আছে এম১ ও এম২। এম১ লাইনটি একটি লাইট রেল। কিন্তু এম২ লাইনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এটি ২০০৮ সালের ২৭শে অক্টোবর উদ্বোধন করা হয়। বছরে প্রায় ৪ কোটি যাত্রী ব্যবস্থাটির সেবা উপভোগ করেন।[২]
বিশ্বের যেসব শহরে একটি পূর্ণাঙ্গ মেট্রো ব্যবস্থা আছে, তাদের মধ্যে লোজান ক্ষুদ্রতম। এর আগে এরূপ ক্ষুদ্রতম শহর ছিল ফ্রান্সের রেন শহর।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ The Lausanne Metro has two lines. Line M1 is light rail, Line M2 is rapid transit.
- ↑ ক খ গ ঘ "Chiffres clé 2013" [Key figures 2013] (French ভাষায়)। Transports publics de la région lausannoise (TL)। ২০১৩। ২০১২-০৫-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২১।