নোভোসিবির্স্ক মেট্রো
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
নোভোসিবির্স্ক মেট্রো | |||
---|---|---|---|
![]() ![]() | |||
তথ্য | |||
অবস্থান | নোভোসিবির্স্ক, রাশিয়া | ||
ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা | ||
লাইনের সংখ্যা | ২ | ||
বিরতিস্থলের সংখ্যা | ১৩[১] | ||
দৈনিক যাত্রীসংখ্যা | ২,২৫,০০০ (২০১২ সালের দৈনিক গড়)[১] | ||
কাজ | |||
কাজ শুরু | 1986 | ||
গাড়ির সংখ্যা | 22 class 81-717/81-714 | ||
প্রযুক্তি | |||
লাইনের দৈর্ঘ্য | ১৫.৯ কিমি (৯.৯ মা)[১] | ||
|
নোভোসিবির্স্ক মেট্রো রাশিয়ার ৩য় বৃহত্তম শহর নোভোসিবির্স্ক-কে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। ১৯৮৬ সালে ৫টি স্টেশন নিয়ে এটি চালু হয়। ১৯৯০-এর দশকে সম্প্রসারণ কাজ থেমে গেলেও বর্তমানে এটিকে আবার উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে ব্যবস্থাটির রেলপথের মোট দৈর্ঘ্য ১৫.৯ কিলোমিটার (৯.৯ মা)[১] এবং এতে ১৩টি বিরতিস্থল বা স্টেশন আছে।[১] প্রতিদিন গড়ে আনুমানিক ২ লক্ষ ২৫ হাজার যাত্রী এটি ব্যবহার করেন।[১]