পোমা ২০০০
পোমা ২০০০ | |
---|---|
![]() | |
তথ্য | |
অবস্থান | লাওঁ |
ধরন | গণপরিবহণ |
লাইনের সংখ্যা | ১ |
বিরতিস্থলের সংখ্যা | ৩ |
দৈনিক যাত্রীসংখ্যা | ২৫০০ |
কাজ | |
কাজ শুরু | ১৯৮৯ |
গাড়ির সংখ্যা | ৪ |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ১.৫ কিলোমিটার (০.৯৩ মাইল) |
পোমা ২০০০ ফ্রান্সের লাওঁ শহরের দ্রুত পরিবহন ব্যবস্থা।
ইতিহাস[সম্পাদনা]
১৮৯৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রচলিত ট্রাম লাইনের পরিবর্তে এই পরিবহন ব্যবস্থা চালু হয় ১৯৮৯ সালে। প্রথমে তিনটি স্টেশন ছিল। রাবারের টায়ারযুক্ত এই গাড়িটি একটি ধাতব পাতের উপর দিয়ে চলত। এই পরিবহন ব্যবস্থায় চারটি গাড়ি ব্যবহৃত হত, এবং প্রতিটি গাড়ি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটারে ৩৩ জন যাত্রী পরিবহন করতে পারত। সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ঘণ্টায় ৯০০ জন যাত্রী এবং ২০১৬ সালে বন্ধ হওয়ার পূর্বে প্রতিদিন প্রায় ১,৫০০ জন যাত্রী পরিবহন করত।[১]
পরিবহন ব্যবস্থাটি সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৭ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলত এবং গ্রীষ্মকালে প্রতিদিন চলত। এই পরিবহন ব্যবস্থাটি ২০১৬ সালে ২৭ জুন বিলুপ্ত ঘোষণা করা হয়।[২]