কাজান মেট্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজান মেট্রো

সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়কাজান পৌরসভা
অবস্থানকাজান, তাতারস্তান প্রজাতন্ত্র, রাশিয়া
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
১০
দৈনিক যাত্রীসংখ্যা৮৬ হাজার (গড়)
বাৎসরিক যাত্রীসংখ্যা৩ কোটি ১৩ লক্ষ (২০১৩)[১]
চলাচল
চালুর তারিখ২০০৫
পরিচালক সংস্থামেত্রোএলেকত্রোত্রান্স (MetroElektroTrans)
একক গাড়ির সংখ্যা৪৭
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১৫.৮২২ কিমি (৯.৮ মা)
রেলপথের গেজ১,৫২৪ মিলিমিটার (৫ ফুট)
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র
টেমপ্লেট:Kazan Metro

কাজান মেট্রো (রুশ: Каза́нское метро́; তাতার: Казан метросы) রাশিয়ার তাতারস্তান রাজ্যের কাজান শহরকে সেবা প্রদানকারী একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০০৫ সালের ২৭শে আগস্ট এটি চালু করা হয়। এটি রাশিয়ার ৭ম মেট্রো ব্যবস্থা এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর রাশিয়ার প্রথম নতুন মেট্রো। একটিমাত্র লাইন (দৈর্ঘ্য ১৫.৮২২ কিমি (৯.৮ মা)) এবং ১০টি বিরতিস্থলবিশিষ্ট এই পাতালরেল ব্যবস্থাটি প্রতিবছর ৩ কোটিরও বেশি যাত্রী ব্যবহার করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]