রাধা দামোদর মন্দির, জুনাগড়

স্থানাঙ্ক: ২১°১৮′৪৮″ উত্তর ৭০°১৭′২৮″ পূর্ব / ২১.৩১৩২° উত্তর ৭০.২৯১০° পূর্ব / 21.3132; 70.2910
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রী রাধা দামোদর মন্দির
শ্রী রাধা দামোদর মন্দির, জুনাগড়
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাজুনাগড়
ঈশ্বররাধা কৃষ্ণ
রেবতী বলরাম
উৎসবজন্মাষ্টমী, রাধাষ্টমী, হোলি, কার্তিক পূর্ণিমা
অবস্থান
অবস্থানগিরনার পর্বত
রাজ্যগুজরাত
দেশভারত
রাধা দামোদর মন্দির, জুনাগড় গুজরাট-এ অবস্থিত
রাধা দামোদর মন্দির, জুনাগড়
গুজরাত-এ অবস্থান
স্থানাঙ্ক২১°১৮′৪৮″ উত্তর ৭০°১৭′২৮″ পূর্ব / ২১.৩১৩২° উত্তর ৭০.২৯১০° পূর্ব / 21.3132; 70.2910
উপাদানসমূহবালুশিলা
ওয়েবসাইট
https://shreeradhadamodarji.org/

শ্রী রাধা দামোদর মন্দির হল একটি হিন্দু মন্দি, যা জুনাগড় গুজরাট, ভারত-এ অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ এর অপর রূপ দামোদর হরিকে উৎসর্গ করা হয়েছে। এখানে কেন্দ্রীয় মন্দিরে তাঁর পাশে উপবিষ্ট দেবী রাধা সহ দামোদর জি তাঁর ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপে পূজিত হন। মন্দির চত্বরের মধ্যে দামোদর কুন্ড এবং রেবতী কুন্ডও রয়েছে। এই মন্দিরটি গুজরাট সরকারের বিশেষ তত্ত্বাবধানে এসেছে। [১]

শ্রী দামোদর তীর্থস্থানের মধ্যে রয়েছে শ্রী রাধা দামোদর মন্দির এবং এস্থানের জনপ্রিয় হ্রদ - দামোদর কুন্ড এবং রেবতী কুন্ড গিরনার পর্বতের রাস্তা বরাবর অবস্থিত। গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত রাজা স্কন্দগুপ্তের শাসনামলে ৪৬২ খ্রিস্টাব্দে এই তীর্থস্থানটির সংস্কার করা হয়েছিল।[২]

কাঠামো[সম্পাদনা]

মূল মন্দিরটি গোলাপী বেলেপাথর দিয়ে তৈরি এবং এর দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে-নিজ মন্দির এবং সালোহা মন্ডপ। নিজ মন্দিরের চূড়া ৬৫ ফুট উঁচু এবং সালোহা মণ্ডপের চূড়ার উচ্চতা ৩০.৫ ফুট। ধ্বজাটি নিজ মন্দিরের শীর্ষে রয়েছে। মন্দিরটিতে ৩২টি আর্ক এবং ৮৪টি ভাল কারুকাজ করা স্তম্ভ রয়েছে৷ [৩]

মন্দিরের কেন্দ্রীয় উপাসনালয়টি রাধা এবং দামোদরকে (কৃষ্ণ) উৎসর্গ করা হয়েছে যেখানে কৃষ্ণ বিষ্ণুর চতুর্ভুজরূপে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে বিরাজমান রয়েছেন। কেন্দ্রীয় মন্দিরের সংলগ্ন আরেকটি মন্দির রয়েছে যা ভগবান বলরাম এবং তার স্ত্রী রেবতীকে উৎসর্গীকৃত। মন্দিরের দক্ষিণ-পশ্চিম দিকে গণেশ এর একটি মন্দির আছে । [৪]

তাৎপর্য[সম্পাদনা]

শ্রী রাধা দামোদর মন্দির গুজরাটের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। কৃষ্ণের পৌত্র বজ্রনাভ মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। পিতৃ তর্পণ (মৃত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন) এর জন্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ১৫ তারিখের মতো বিশেষ উপলক্ষ্যে হাজার হাজার ভক্তের ভিড়ে মন্দির গমগম করে। এছাড়াও ভক্তরা পবিত্র দামোদর কুন্ড-এ পবিত্র স্নান করেন পরবর্তী জীবনে মোক্ষ লাভের উদ্দেশ্যে।[৩] স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে দামোদর কুন্ড স্বর্ণ রাশা নদীর পথে অবস্থিত। । [২] স্নান করে এই নদীতে মানুষ পাপ মোচন করে। বিখ্যাত ভক্তিবাদী কবি নরসিংহ মেহতা-ও প্রতিদিন দামোদর (কৃষ্ণ) পূজা করার পূর্বে দামোদর কুণ্ডে স্নান করতেন।[১]

মন্দিরের সময়[সম্পাদনা]

সময় অঞ্চল (ইউটিসি+৫:৩০) পুরোহিত দ্বারা ভারতে পর্যবেক্ষণ করা হয়েছে। [৫]

প্রতিদিন - সকাল ৬:০০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত।

চিত্রকক্ষ[সম্পাদনা]

>

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Damodar Kund & Temple, Junagadh - Timings, History, Pooja & Aarti schedule"Trawell.in। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  2. "Damodar Pilgrimage"Shree Radha Damodarji 
  3. Pravase। "Shri Damodar Hari Temple and Damodar Kund-Junagadh |Pravase"pravase.co.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  4. "Damodarji temple"Shree Radha Damodarji। ২০২২-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  5. "Damodar Kund Junagadh, Importance, History, Timings, Entry Fee"Gosahin - Explore Unexplored Destinations (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

বিয়ষশ্রেণী:গুজরাতের হিন্দু মন্দির