যুগল (বলবিদ্যা)
অবয়ব
চিরায়ত বলবিজ্ঞান |
---|
বিষয়ের উপর একটি ধারাবাহিকের অংশ |
বলবিদ্যায় যুগল (English: Couple) অনেকগুলো বলের সমন্বয়ে গঠিত এমন একটি ব্যবস্থা যার একটি লব্ধি ভ্রামক রয়েছে কিন্তু কোন লব্ধি বল নেই।[১] যুগলের ক্রিয়ায় কোন বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হয় কিন্তু বস্তুটির কোন সরণ হয় না। যুগলের ক্রিয়ায় প্রাপ্ত লব্ধি ভ্রামককে টর্ক বলা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কেন, টমাস আর.; লেভিনসন, ডেভিড এ. (১৯৮৫)। Dynamics, Theory and Applications (ইংরেজি ভাষায়)। ম্যাকগ্র হিল। পৃষ্ঠা ৯০–৯৯। আইএসবিএন 978-0-07-037846-9। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ হেনড্রিকস, আলফনসো; সুব্রামণি, লোগানাথন; ব্লের্ক, শার্মেন ভন। Physics for Engineering (ইংরেজি ভাষায়)। জুটা অ্যান্ড কোম্পানি লিমিটেড। পৃষ্ঠা ১৪৮। আইএসবিএন 978-0-7021-4408-0। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।